কলকাতা

ফুটপাত বেদখল, যানজট রুখতে কাকদ্বীপে অভিযানে নামল পুলিস

সংবাদদাতা, কাকদ্বীপ: ‘বর্তমান’-এ খবরের জেরে শনিবার সকালেই কাকদ্বীপ শহর জুড়ে শুরু হল পুলিসি অভিযান। ১১৭ নম্বর জাতীয় সড়কের দু’পাশে ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হল। যে সব স্থায়ী ব্যবসায়ী দোকানের ডালা বাড়িয়ে জাতীয় সড়কের উপরে উঠে এসেছিলেন, তাঁদের ডালাও এদিন সরিয়ে দেওয়া হয়। জাতীয় সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা সাইকেল ও মোটরবাইকও সরিয়ে দেওয়া হয়। জাতীয় সড়কের উপর কোনও যানবাহন রাখা যাবে না বলে পুলিস প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এদিন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। টোটো ও ছোট গাড়িগুলিকে পুরনো নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীবাহী সরকারি ও বেসরকারি বাসগুলিকে কেবলমাত্র বাসস্ট্যান্ডেই দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। কাকদ্বীপ বাজারের যেখানে-সেখানে দাঁড়ানো যাবে না বলে পুলিস প্রশাসনের পক্ষ থেকে গাড়ির চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবন পুলিস জেলার ট্রাফিক বিভাগের ডিএসপি দীপঙ্কর সুমার বলেন, কাকদ্বীপ শহরকে যানজট মুক্ত করতে গত আট মাস আগে পুলিস প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকা মেনে যানবাহনগুলি চলাচল করায় শহরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিছুদিন হল সেই নির্দেশিকা আর কেউ মানছেন না। তাই পুলিস আবারও অভিযানে নেমেছে। আগামী দিনেও এই অভিযান চলবে। প্রসঙ্গত, কাকদ্বীপ শহর জুড়ে ফুটপাত দখল করে ব্যবসা ও যানজট নিয়ে শুক্রবার ‘বর্তমান’-এ একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই পুলিস প্রশাসন অভিযানে নামে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা