কলকাতা

নোয়াপাড়া-বিমানবন্দর ট্রায়াল রান সফল, মার্চে মেট্রো চালুর সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের মেট্রো পরিবহণ নয়া দিগন্ত খোলার দোরগোড়ায়। কলকাতা এয়ারপোর্টের সঙ্গে সরাসরি মেট্রো সংযোগের সন্ধিক্ষণ আসন্ন। সবকিছু ঠিকঠাক থাকলে নোয়াপাড়া থেকে জয়হিন্দ (বিমানবন্দর) পর্যন্ত মেট্রো পরিষেবা নতুন বছরের মার্চ নাগাদ চালু হতে পারে। শনিবার সংশ্লিষ্ট রুটের ৬.২৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রোর সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এদিন বিকেল চারটে ২০ মিনিট নাগাদ রেক নম্বর ৪০৭ নোয়াপাড়া থেকে যাত্রা শুরু করে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশনে পৌঁছয়। পরে উল্টোপথে বিমানবন্দর থেকে নোয়াপাড়ায় ফিরে আসে। দীর্ঘ জটিলতার জেরে এই মেট্রো করিডরের কাজ শেষ করা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সমস্ত বাধা পেরিয়ে এবার শহরবাসী সরাসরি মেট্রোতে এয়ারপোর্ট পৌঁছতে পারবেন। এক্ষেত্রে নর্থ-সাউথ মেট্রো করে নোয়াপাড়ায় লাইন চেঞ্জ করার সুযোগ মিলবে। একইভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে এসপ্ল্যানেডে নেমে সেখান থেকে নোয়াপাড়াগামী মেট্রোতে চড়ে বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন। সূত্রের দাবি, আগামী কয়েক সপ্তাহ লাগাতার এই রুটে ট্রায়াল রান চলবে। মেট্রো পরিচালনার ক্ষেত্রে কোনও ত্রুতি-বিচ্যুতি ধরা পড়লে, মেরামতের পর্ব জারি থাকবে। আপ-ডাউনে মেট্রো রেকের মসৃণ দৌড় যাত্রী পরিষেবা চালুর জন্য পুরোপুরি তৈরি হতে কিছুদিন সময় লাগবে। সেই লক্ষ্যে পৌঁছলে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) চূড়ান্ত পরিদর্শন করবেন। তাঁর মূল্যায়নের পর এই করিডর চালুর জন্য বেশ কিছু সুপারিশ জমা পড়বে। সেগুলি কার্যকর করে সবমিলিয়ে মার্চের মধ্যে নবতম এই মেট্রো রুট চালু হবে বলে আশাবাদী মেট্রো কর্তাদের একাংশ।     
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা