দেশ

সোমবার সংসদে পেশ হবে ‘এক দেশ এক ভোট’ বিল

নয়াদিল্লি: ‘এক দেশ এক ভোট’ বিল নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা। কিন্তু অনড় মোদি সরকার। গত বৃহস্পতিবার এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর চার দিনের মাথায় ‘এক দেশ এক ভোট’ চালুর জন্য দু’টি বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। তার মধ্যে একটি সংবিধান সংশোধনী বিল। আগামী সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সংক্রান্ত বিলগুলি লোকসভায় পেশ করবেন বলে জানা গিয়েছে। লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করতে চায় মোদি সরকার। আর তা কার্যকর করতে সংবিধান সংশোধন করতে হবে। এজন্য সংসদে দু’টি বিল আনছে সরকার। প্রথম বিলটি সংবিধান সংশোধনের। লোকসভার সঙ্গে রাজ্য বিধানসভা ভোট সংক্রান্ত। এছাড়া লোকসভার সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু-কাশ্মীর ও পুদুচেরি বিধানসভার ভোট করানোর জন্য দ্বিতীয় বিল আনছে সরকার। এছাড়া আরও কয়েকটি আইনও সংশোধন করতে হবে কেন্দ্রকে। এদিকে, ‘এক দেশ এক ভোট’-এর বিরোধিতায় সরব বিরোধী জোট ইন্ডিয়া।  শনিবার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের মতে, দেশের আসল সমস্যা হল বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মণিপুরের চলতি হিংসা, টাকার দাম কমে যাওয়া, বিশ্ব বাজারে দাম কমলেও ভারতে জ্বালানির দাম অপরিবর্তিত থাকা। এই সমস্ত জ্বলন্ত ইস্যু থেকে নজর ঘোরাতে ‘এক দেশ এক ভোট’-এর মতো ইস্যুকে সামনে আনছে কেন্দ্রের শাসকদল। এদিকে, শনিবার ‘এক দেশ এক ভোট’ ইস্যুতে বিরোধীদের একহাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ কথা, এই ব্যবস্থা কোনওভাবেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বিরূপ প্রভাব ফেলবে না। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা