দেশ

বিশ্বের ১০০ ক্ষমতাবান মহিলার তালিকায় অর্থমন্ত্রী নির্মলা

নয়াদিল্লি: বিশ্বের ১০০ ক্ষমতাবান মহিলার নাম প্রকাশ করল ফোর্বস। আর এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের তিনজন। সবচেয়ে প্রথমে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১০০ জনের মধ্যে তিনি ২৮তম জায়গায় রয়েছেন। তিনি ছাড়া তালিকায় থাকা অন্য দুই ভারতীয় মহিলা হলেন রোশনি নাদার মালহোত্রা (৮১) এবং কিরণ মজুমদার শ (৮২)। 
ফোর্বসের এই তালিকায় শীর্ষে রয়েছেন উরসুলা ভন দের লেয়েন। ২০১৯ সাল থেকে তিনি ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। ইউরোপের প্রায় ৫০ কোটি মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্যই তাঁকে বিশ্বের সবথেকে ক্ষমতাবান মহিলা হিসেবে বেছে নিয়েছে ফোর্বস কর্তৃপক্ষ। তালিকায় দু’নম্বরে আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আছেন বিশ্ব তালিকার তিন নম্বরে।
তবে বিশ্বের ক্ষমতাবান মহিলাদের তালিকায় প্রথম ১০০ জনের মধ্যে ভারতীয় তিনজনকে নিয়ে উৎসাহ তুঙ্গে। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত। সীতারামন এই দেশেরই অর্থমন্ত্রী। অন্যদিকে ৮১ স্থানাধিকারী রোশনি নাদার মালহোত্রা বর্তমানে এইচসিএল টেকনোলজিস-এর চেয়ারপার্সন। দেশের প্রথম সারির এই তথ্যপ্রযুক্তি সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। এর পরই ৮২ নম্বরে রয়েছেন কিরণ মজুমদার শ। ১৯৭৮ সালে পথচলা শুরু করে কিরণের বায়ো-ফার্মাসিউটিক্যাল সংস্থা বায়োকন। বায়োটেকনলজির নানা ক্ষেত্রে উন্নতি করে চলেছে তাঁর এই সংস্থা। এশিয়ার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে ইনসুলিন প্রস্তুতে ভূমিকা গ্রহণ করে চলেছে কিরণের সংস্থা। এবার তিনিই জায়গা করে নিলেন ফোর্বসের তালিকা। চলতি বছরেই দেশের ধনী মহিলাদের মধ্যে তিনি ৯১ স্থান অধিকার করেন।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা