দেশ

অনশনরত কৃষক নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দ্রুত কমে যাচ্ছে ওজন। প্রতিদিন অবস্থার অবনতি হচ্ছে। এমএসপি আইনের দাবিতে পাঞ্জাব-হরিয়ানা সীমানায় প্রবীণ কৃষক নেতা জগজিৎসিং দাল্লেওয়ালের আমরণ অনশন কর্মসূচিতে বৃদ্ধি পাচ্ছে চরম উদ্বেগ। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির দাবি, বিগত ১৭ দিন ধরে খানাউরি সীমানায় আমরণ অনশন করছেন দাল্লেওয়াল। এবং দু’সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর এই আন্দোসন কর্মসূচিতে ১২ কেজি ওজন কমে গিয়েছে দাল্লেওয়ালের। শুক্রবার খানাউরি সীমানায় গিয়ে অনশনকারী ওই কৃষক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছে সংযুক্ত কিষান মোর্চার এক প্রতিনিধি দল। তাঁকে অনশন তুলে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে। তবে কিষান মোর্চার সদস্যদের দাবি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনের আওতায় নিয়ে না আসা পর্যন্ত এভাবেই তিনি অনশন করবেন বলে জানিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, এরপরেও কেন্দ্রের মোদি সরকারের ঘুম ভাঙছে না। এদিন দাল্লেওয়ালের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্টও। এদিন দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করেছে, আন্দোলনের থেকেও জীবন বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, অবিলম্বে ওই কৃষক নেতাকে হাসপাতালে ভর্তি করানো হোক। আগামী ১৭ ডিসেম্বর কৃষক আন্দোলন সংক্রান্ত পরবর্তী কর্মসূচিতে এই বিষয়টিও দেখবে আদালত। এরই মধ্যে আজ, শনিবার আবারও দিল্লি চলো অভিযান করবেন আন্দোলনকারী কৃষকরা। পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা থেকে আজ ফের ১০১ জন কৃষকের একটি ‘জাঠা’ দিল্লির উদ্দেশে রওনা দেবে। সীমানা এলাকায় নিরাপত্তা আরও কঠোর করেছে পুলিস প্রশাসন। দেওয়া হয়েছে সিমেন্টের ব্যারিকেড, একতলা বাড়ি সমান উঁচু গার্ডরেলের বেড়া। 
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা