দেশ

ইঁদুরের কামড়, ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু ঘিরে তোলপাড় রাজস্থানে

জয়পুর: মাত্র ১০ বছর বয়সেই শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। চিকিৎসার জন্য জয়পুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই শিশুকে। তবে চিকিৎসা তো দূর, হাসপাতালে ইঁদুরের কামড়ে মৃত্যু হল তার। সরকারি হাসপাতালে এহেন অব্যবস্থা! শিশু মৃত্যুর এই খবর চাউর হতেই স্বাভাবিকভাবে রাজস্থানজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 
সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১১ ডিসেম্বর রাজ্য ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। পরিবারের অভিযোগ, শুয়ে থাকাকালীন হঠাৎ শিশুটি  কাঁদতে শুরু করে। সঙ্গে সঙ্গে কম্বল সরিয়ে দেখা যায়, একটি ইঁদুর শিশুকে কামড়ে পালিয়ে যাচ্ছে। শিশুর পা দিয়ে রক্ত বেরোচ্ছিল। তড়িঘড়ি হাসপাতাল কর্মীদের জানানো হলে, তাঁরা এসে শিশুর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেন। তবে তারপরই ওই ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু হয়। ইঁদুরের কামড়ানোর জন্য তার মৃত্যু হয়েছে বলে দাবি তোলে পরিবার। 
যদিও হাসপাতালের সুপার ডা. সন্দীপ জাসুজা বলেন, ওই শিশুর প্রচণ্ড জ্বর ও নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তার জেরেই সেপ্টিসেমিয়ায় মারা যায়। এর পিছনে ইঁদুরের কামড়ের কোনও যোগ নেই। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা দপ্তরের সচিব অম্বরিশ কুমার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। 
চলতি বছরেই এর আগে সাশন জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন ৩০ বছরের এক রোগীর মৃত্যু হয়। তাঁর পরিবারেরও দাবি ছিল, ইঁদুরের কামড়ে মৃত্যু হয়েছে। তারপর ফের রাজ্যের আরও এক হাসপাতালে একই ধরনের ঘটনা। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা