খেলা

মোলিনার চালেই জিতল মোহন বাগান, ম্যাচের নায়ক সুপার সাব কুরুনিয়ান, দুরন্ত গোল আলবার্তোর

শিবাজী চক্রবর্তী, কলকাতা:

মোহন বাগান-  ৩       :         কেরল ব্লাস্টার্স- ২
(জেমি, কামিংস, আলবার্তো)  (গিমিনেজ, মিলোস)

ম্যাচের আগে মোহন বাগান গ্যালারিতে অবাক করা দৃশ্য। হাজার হাজার জাতীয় পতাকা হাতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানালেন সমর্থকরা। মাঠের বাইরে সবুজ-মেরুন সমর্থকদের ঝলসানির সঙ্গে পাল্লা দিয়ে শনিবার সন্ধ্যায় তুবড়ি জ্বালল মোহন বাগান। সবুজ ঘাসে মেরুন স্পর্ধা। রুদ্ধশ্বাস ম্যাচে কেরল ব্লাস্টার্সকে ৩-২ গোলে হারিয়ে টানা চার ম্যাচে জয় ছিনিয়ে নিল মোলিনা ব্রিগেড। ১১ ম্যাচে জেসন কামিংসদের পয়েন্ট ২৬। 
মোহন বাগান ম্যাচের আগে অবধি ২১ গোল হজম করেছিল কেরল রক্ষণ। আপফ্রন্ট  শক্তিশালী হলেও ভঙ্গুর রক্ষণ তাদের সমস্যা। সেটা বুঝেই শুরু থেকে প্রেসিং ফুটবলের ঝড় তোলার পরিকল্পনা ছিল হোসে মোলিনার। আন্দাজ করা যায়নি বেকায়দায় থাকা কেরলও পাল্টা ফোঁস করবে। ম্যাচের দ্বিতীয় মিনিটে নোয়া সাদিউর শট ডিপ করে গোলে ঢোকার মুখে বাঁচিয়ে দেন বিশাল কাইথ। পর মুহূর্তেই আশিস রাইকে টপকে নিখুঁত মাইনাস করেন নোয়া। এক্ষেত্রে পজিশনে থাকায় গিমেনেজের ব্যাক হিল রুখতে সমস্যা হয়নি বিশালের। লুনা, দানিশ ফারুখদের প্রেসিং রুখতে দিশাহারা শুভাশিসরা। একটা টার্নিং ছাড়া সাহাল আব্দুল সামাদও অদৃশ্য। বরং বিপজ্জনক নোয়াকে সামলাতে ট্র্যাক ব্যাক করতে হল মনবীরকে। এরই মধ্যে ২৭ মিনিটে শরীর ছুড়ে বল ক্লিয়ার করতে গিয়ে প্রায় বিপদ ডেকে এনেছিলেন আলড্রেড। তাঁর হাতে বল লাগে। এক্ষেত্রে রেফারি পেনাল্টি দিতেই পারতেন। মোহন বাগান কাঙ্ক্ষিত লিড পায় ৩৩ মিনিটে। প্রতিপক্ষ বক্সের বাইরে থেকে জোরালো গ্রাউন্ডার নিয়েছিলেন আশিস রাই। কেরল গোলরক্ষক শচীনের হাত থেকে বল ছিটকে বেরতেই বল গোলে ঠেলে দেন সুযোগসন্ধানী ম্যাকলারেন (১-০)। 
এক গোলে লিড কখনও নিরাপদ নয়। কেরলেরও হারাবার কিছু নেই। বিরতির পর গোল শোধের জন্য ঝাঁপায় তারা। চাপের মুখে বল ক্লিয়ার না করে মারাত্মক ভুল করলেন শুভাশিস। বক্সের বাইরে তাঁর মিসপাস ধরে বিশালকে হার মানান গিমেনেজ (১-১)। এই পর্বে গ্রেগ স্টুয়ার্টের অভাব বোঝা গেল বারবার। ৫৮ মিনিটে নোয়ার দূরপাল্লার শট শরীর ছুড়ে সেভ করেন বিশাল। পাশাপাশি প্রতি-আক্রমণে পেত্রাতোস বল সাজিয়ে দিয়েছিলেন লিস্টনকে। এক্ষেত্রে জাল কাঁপাতে ব্যর্থ গোয়ানিজ উইং হাফ। কিন্তু চিরবিশ্বস্ত বিশালও ৭৬ মিনিটে বড় ভুল করলেন। লুনার ফ্রি-কিক গ্রিপ করতে গিয়ে ফস্কানোর পর জাল কাঁপান মিলোস (২-১)। বেগতিক বুঝে কামিংস আর আশিককে নামিয়ে অল-আউট আক্রমণের স্ট্র্যাটেজি নেন মোলিনা। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। বাঁ দিক থেকে  আশিকের দৌড়ে ফালাফালা কেরল। তিনিই ম্যাচের সেরা। মোহন বাগানের ডাগ-আউটের শক্তি বুঝিয়ে দিলেন মোলিনা। ৮৬ মিনিটে আশিকের মাইনাস থেকে পেত্রাতোসের গোলমুখি শট টাচ করেন কামিংস (২-২)। সংযোজিত সময়ে বক্সের বাইরে থেকে কামান দাগেন আলবার্তো। বিপক্ষের এক ফুটবলারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায় (৩-২)। এদিকে, জয়ের আনন্দে বড় ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার। পরের হোম ম্যাচে বিনামূল্যে টিকিট পাবেন দর্শকরা।
মোহন বাগান: বিশাল, আশিস, আলবার্তো, আলড্রেড (কামিংস), শুভাশিস, আপুইয়া, সাহাল (থাপা), লিস্টন (আশিক), মনবীর (সুহেল), পেত্রাতোস ও ম্যাকলারেন।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা