খেলা

কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রেসিং ফুটবলই মোহন বাগানের হাতিয়ার

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ছুটি কাটাতে হোসে মোলিনার পরিবার এখন কলকাতায়। বাবার সঙ্গে মোহন বাগান প্র্যাকটিসে হাজির স্প্যানিশ কোচের ছেলে হোসে জুনিয়র। কামিংসদের খুনসুটি দেখে তাঁর মুখে মুচকি হাসি। এমন ফিল গুড আবহে শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ পাঁচ ম্যাচে চারটি জয় ছিনিয়ে নিয়ে মনবীর, লিস্টনদের আত্মবিশ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২১ গোল খাওয়া কেরল মানসিকভাবে অনেকটাই পিছিয়ে। বিপক্ষের দুর্বল রক্ষণ দেখে ম্যাকলারেন, কামিংসদের চোখ চকচক করা উচিত। স্প্যানিশ কোচ অবশ্য লম্বাচওড়া বুলি আওড়ান না। তাঁর মন্তব্য, ‘গোল করে ম্যাচ জেতাই আসল। তিন পয়েন্ট পেতেই হবে।’চোটের কারণে কেরলের বিরদ্ধে গ্রেগ স্টুয়ার্ট নেই। সূত্রের খবর, পুরনো চোট মাথাচাড়া দিয়েছে। শুক্রবার অনুশীলনেও অনুপস্থিত স্কটিশ মিডিও। তাঁর পরিবর্তে সাহাল আব্দুল সামাদকে ব্যবহারের ভাবনা টিম ম্যানেজমেন্টের। পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে কেরালাইট ফুটবলার। সাহালের মন্তব্য, ‘গ্রেগের তুলনা হয় না।  তবে সুযোগ পেলে নিজের সেরাটা মেলে ধরতে হবে।’
চলতি আইএসএলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে মোহন বাগান। অন্যদিকে ১১ ম্যাচে কেরলের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট। প্রেসিং ফুটবলের ঝড় তুলে শুরুতেই কোমর ভেঙে দিতে চায় মোহন বাগান। নড়বড়ে উইং ব্যাক বিপক্ষের দুর্বল জায়গা। লিস্টন আর মনবীরকে দিয়ে ক্রমাগত আঘাত হানার পরিকল্পনা তৈরি। এমনিতে ৪-২-৩-১ ফর্মেশন মোলিনার ফেভারিট। প্রয়োজনে ৪-৩-৩ স্ট্র্যাটেজিও তৈরি। মাঝমাঠে আদ্রিয়ান লুনাকে অকেজো করার দায়িত্ব মূলত আপুইয়ার। দীপক টাংরির পাশাপাশি অনিরুদ্ধ থাপাকেও তৈরি রাখা হচ্ছে। প্রতিপক্ষের সেরা অস্ত্র নোয়া সাদিউ। মরক্কান উইঙ্গারকে রোখা আশিস রাইয়ের চ্যালেঞ্জ। জোনাল মার্কিংয়ের জাঁতাকলে নোয়াকে বন্দি করতে চায় মোহন বাগান।
গতবার যুবভারতীতে মোহন বাগানকে হারিয়ে চমকে দেয় কেরল ব্লাস্টার্স। পিছিয়ে থাকলেও ঝাঁকুনি দিতে মরিয়া তারা। স্টপারে মোহন বাগানের প্রাক্তনী প্রীতম কোটাল অন্যতম ভরসা। তবে সেরা সময় ফেলে এসেছেন তিনি। স্কোয়াডে নোয়া, লুনা, জিমিনেজের মতো অ্যাটাকার থাকলেও দলের গোড়ায় গলদ। সুইডিশ কোচ স্টারেকে নিয়ে তীব্র অসন্তোষ। ক্ষুব্ধ সমর্থকরা পরের হোম ম্যাচ বয়কটের হুমকি দিচ্ছেন।  
 যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা