খেলা

অবৈধ বোলিং অ্যাকশন! সাকিবকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

ওয়েলস, ১৪ ডিসেম্বর: ইংল্যান্ডের কোনও প্রতিযোগীতাতেই বল করতে পারবেন না সাকিব আল হাসান। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের অল রাউন্ডারকে নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির মতে, সাকিবের বোলিং অ্যাকশন যাথাযথ নয়।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইসিবির একটি স্বাধীন পরীক্ষা চালায়। সেখানে দেখা গিয়েছে, সাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয়। সম্প্রতি তিনি একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। সেই চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে সাকিবকে বোলিং অ্যাকশন নিয়ে মাঠে উপস্থিত আম্পায়াররা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। এরপরই পরীক্ষাটি চালানো হয়। ওই পরীক্ষায় দেখা গিয়েছে, বোলিং করার সময়ে সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি ভেঙেছে, যা নিয়ম বিরুদ্ধ। এই কারণেই তাঁকে নিষিদ্ধ কর হল।      
গত সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন সাকিব। সেখানে সারের হয়ে একটিই ম্যাচ খেলেন তিনি। বিপক্ষে ছিল সামারসেট। ওই ম্যাচে ব্যাট হাতে একটি ইনিংসে ১২ রান করেন সাকিব। অন্য ইনিংসে ০ রানেই ঘরে ফিরতে হয় তাঁকে। ইসিবির তরফ থেকে সাকিবকে বল করা থেকে নিষিদ্ধ করার পরই তাঁর কাউন্টি খেলায় অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা