খেলা

গাব্বায় আজ শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, একুশের সাফল্য তাতাচ্ছে ঋষভদের

ব্রিসবেন: পাঁচ ম্যাচের সিরিজ। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। বাকি তিনটি টেস্টে ঠিক হবে সিরিজের ভাগ্য। তবে সেই অঙ্কে গিয়ে লাভ নেই টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার মাটিতে টানা তৃতীয়বার সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও বড় চ্যালেঞ্জ রোহিতদের। সেক্ষেত্রে অঙ্ক বড়ই কঠিন। কোনও ম্যাচে হারলে চলবে না। জিততে হবে অন্তত দু’টি ম্যাচে। আর একটি ড্র করলেও সুযোগ থাকবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে নামার।
এই আবহে ব্রিসবেন টেস্ট হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি শুরু হচ্ছে শনিবার। একটা সময় বলা হতো, অস্ট্রেলিয়ার দুর্গ গাব্বা। কিন্তু সেই মিথ ভেঙে দিয়েছিলেন রাহানেরা। ২০২১ সালে ভারতের সিরিজ জয়ের মঞ্চ ছিল এই মাঠ। সেই সুখস্মৃতিই ভারতীয় ক্রিকেটারদের উজ্জীবিত করছে। তবে চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আবহাওয়া আরও কঠিন করে তুলবে ব্যাটসম্যানদের কাজ। এমনিতেই ভারতের সবচেয়ে বড় সমস্যা ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। বিশেষ করে দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম টেস্টে কোহলি সেঞ্চুরি হাঁকালেও ছন্দ ধরে রাখতে পারেননি গোলাপি টেস্টে। আর রোহিত শর্মা দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স এতই করুণ যে, অন্য কেউ হলে এতক্ষণে রিজার্ভ বেঞ্চ দেখিয়ে দেওয়া হতো। নেহাতই তিনি অধিনায়ক। সেই সুবাদে এখনও পার পেয়ে যাচ্ছেন। তবে দ্রুত বড় রানে না ফিরলে ধারাবাহিক ব্যর্থতা বেশিদিন ঢাকা দেওয়া সম্ভব হবে না তাঁর পক্ষে। পরিসংখ্যান বলছে, চলতি মরশুমে প্রথম ইনিংসে দুই সিনিয়র ব্যাটসম্যানই ডাহা ব্যর্থ। রোহিতের গড় ৬.৮৮, কোহলির ১০। এতেই বোঝা যাচ্ছে, প্রথম ইনিংসে তাঁরা কতটা বোঝা হয়ে দাঁড়াচ্ছেন দলের কাছে। তার উপর গাব্বায় খেলা, যেখানে বাউন্স থাকবে অনেক বেশি। চোট সারিয়ে ফিরছেন হ্যাজলউড। সঙ্গে আছেন কামিন্স ও স্টার্ক। গতির সঙ্গে বাউন্সের মিশেলে তাঁরা ভারতীয় ব্যাটিংয়ে ধস নামানোর চেষ্টা করবেন। তা সামলে বড় স্কোর খাড়া করা রীতিমতো কঠিন চ্যালেঞ্জ। এক্ষেত্রে ২০২১-র গাব্বা জয় টিম ইন্ডিয়ার কাছে সঞ্জীবনী সুধা হতে পারে। শুভমান গিল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দররা সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ছন্দে থাকা যশস্বী ও লোকেশ রাহুল যদি শুরুটা ভালো করতে পারেন, তাহলে জাঁকিয়ে বসতে অসুবিধা হবে না ভারতের। তবে রোহিতের ব্যাটিং অর্ডার নিয়ে এখনও জল্পনা তুঙ্গে।
ট্রাভিস হেড ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটিংও বেশ অগোছালো। স্মিথ, খাওয়াজা ফর্ম হাতড়াচ্ছেন। লাবুশানের ব্যাটেও ধারাবাহিকতার অভাব। তাই ছন্দে থাকলে বিপক্ষে শিবিরে আতঙ্ক ছড়ানোর জন্য বুমরাহই যথেষ্ট। সঙ্গী হতে পারেন সিরাজ। তৃতীয় পেসারের লড়াইটা হর্ষিত রানার সঙ্গে আকাশ দীপের। প্রশ্ন হচ্ছে, স্পিনার হিসেবে কাকে বেছে নেবেন কোচ গম্ভীর? অশ্বিন-জাদেজা চেনা ফর্মের ধারেকাছে নেই। অ্যাডিলেড টেস্টে সুযোগ পেয়েও খ্যাতির প্রতি সুবিচার করতে পারেননি অ্যাশ। ফলে ওয়াশিংটনের উপর আস্থা রাখতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাতে ব্যাটিং গভীরতাও বাড়বে।
 ম্যাচ শুরু ভারতীয় সময় ভোর ৫-৫০ মিনিটে। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা