কলকাতা

টালিগঞ্জ কাণ্ড: অবৈধ সম্পর্কের প্রস্তাব বার বার উপেক্ষা করাতেই শ্যালিকাকে খুন, ধৃত জামাইবাবু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জের গ্রাহাম রোডে মহিলার কাটা মুণ্ড উদ্ধারের ঘটনায় পরতে পরতে নাটক। ঘটনাস্থল থেকে ৬০০ মিটার দূরের আবাসনে পুলিসের কুকুর ‘ক্যাম্ফার’ পৌঁছনোর পরই সেই সূত্র ধরে এগতে শুরু করে পুলিসের তদন্ত। তার ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা থেকে হাতে আসে মৃতের ও আততায়ীর পরিচয়। জানা গিয়েছে, শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরিতে চাপ দিচ্ছিল জামাইবাবু। সেই প্রস্তাবে নিমরাজি হয়ে হোয়াটসঅ্যাপ ব্লক করে দেয় মৃত খাতিজা বিবি। তাতেই আক্রোশের বশে শালিকাকে খুন করে আতিউর লস্কর। খুনের পর দেহ তিন টুকরো করে আলাদা আলাদা জায়গায় ফেলে দিয়ে ডায়মন্ডহারবারের বাড়িতে চম্পট দেয় অভিযুক্ত। শনিবার সেখান থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। এদিন বিকেলে রিজেন্ট কলোনির একটি বাড়ির পিছনে ফাঁকা জমি থেকে উদ্ধার হয় দেহের বাকি দেহাংশ। 
শুক্রবার সকাল ন’টা নাগাদ রিজেন্ট পার্ক থানা এলাকার গ্রাহাম রোডে প্লাস্টিকবন্দি অবস্থায় উদ্ধার হয় খাতিজার মুণ্ড। মৃতের পরিচয় জানতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ, টাওয়ার ডাম্পের সাহায্য নেয় পুলিস। গোয়েন্দা-কুকুর ক্যাম্ফারকেও নিয়ে আসা হয় ঘটনাস্থলে। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিস জানতে পারে, খাতিজা মগরাহাটের বাসিন্দা। সেখানে পৌঁছয় পুলিস। মৃতের ফোন নম্বরের কল ডিটেলস রেকর্ড সংগ্রহ করেন তদন্তকারীরা। জানা যায়, ছোট বোনের স্বামী আতিউর নিয়মিত যোগাযোগ রাখত খাতিজার সঙ্গে। যুবতী পেশায় পরিচারিকা। জামাইবাবু রঙের মিস্ত্রি। দু’জনেই রিজেন্ট পার্ক, গল্ফগ্রিন এলাকায় কাজ করত। দক্ষিণ ২৪ পরগনা থেকে একসঙ্গেই তারা ট্রেনে চেপে প্রতিদিন শহরে আসত কাজ করতে। 
আতিউর পুলিসকে জানিয়েছে, নিয়মিত একসঙ্গে যাতায়াতের জেরে শ্যালিকার প্রতি অনুরক্ত হয় সে। খাতিজাকে প্রেমের প্রস্তাব দেয় জামাইবাবু। তবে সেই প্রস্তাবে বারবার অসম্মতি জানাচ্ছিলেন শ্যালিকা। শেষমেশ গত বুধবার আতিউরের হোয়াটসঅ্যাপ নম্বর ব্লক করে দেন তিনি। এরপরেই শ্যালিকাকে খুনের ছক কষে সে। বৃহস্পতিবার তারা একসঙ্গে শহরে কাজে আসেনি। আলাদাই ফেরার কথা ছিল। কিন্তু, আচমকাই আতিউর ফোন করে শ্যালিকাকে। খাওয়া-দাওয়া করে একসঙ্গে ফেরার কথা জানানো হয়। রিজেন্ট কলোনির একটি নির্মীয়মাণ বাড়িতে ডাকা হয় তাঁকে। সেখানেই রঙের কাজ করছিলেন আতিউর। 
এদিন সাংবাদিক বৈঠকে ডিসি (এসএসডি) বিদিশা কলিতা বলেন, সেখানেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। শ্যালিকাকে ধাক্কা মেরে ফেলে দেয় আততায়ী। তাঁর মাথায় চোট লাগে। এরপরে শ্বাসরোধ করে খুন করা হয়। মুণ্ড, ধড় ও পা— তিনভাগে কাটা হয় দেহ। পুলিসকে ধৃত জানিয়েছে, রঙের পুট্টি লাগানোর লোহার পাত এবং অন্য কোনও ধারালো অস্ত্র দিয়ে কাটা হয় দেহ। তবে সেই অস্ত্রের সন্ধান মেলেনি। এরপরে দু’টি বস্তায় ধড় ও পা ভরে ওই নির্মীয়মাণ বাড়ির পিছনের ফাঁকা জমিতে ফেলে দেয় আতিউর। মুণ্ডটি আলাদা প্লাস্টিকে ভরে গ্রাহাম রোডের ময়লার স্তূপে লোপাট করে দেয় সে। ডিসি জানিয়েছেন, শুক্রবার সকালে এলাকায় যখন কাটা মুণ্ড উদ্ধার নিয়ে তোলপাড় চলছে। তখন ওই এলাকাতেই রঙের কাজ করছিল অভিযুক্ত। পরে সন্ধ্যার ট্রেন ধরে ডায়মন্ডহারবার ফিরে যায়।
ধৃতকে পুলিসের গাড়িতে তোলা হচ্ছে। (ইনসেটে) খাদিজা বিবি। -নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা