কলকাতা

মা’কে তালাবন্দি করে রাখলেন ছেলে-বউমা, বনগাঁয় অভিযোগ

সংবাদদাতা, বনগাঁ: বৃদ্ধা মাকে তালাবন্দি করে রাখার অভিযোগ উঠল ছেলে ও বউমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দেবগড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বনগাঁ থানার পুলিস বিল্ব বিশ্বাস নামে ওই বৃদ্ধাকে মুক্ত করে। মহিলার অভিযোগ, তাঁকে ভুল বুঝিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে বড় ছেলে উজ্জ্বল বিশ্বাস। তারপর অত্যাচার শুরু করেছে। সে এবং বড় বউমা নিয়মিত হুমকি দেয়, মারধর করে। বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়ও দেখায়।
বনগাঁ দেবগড়ের বাসিন্দা বিল্বদেবী। তাঁর স্বামী কর্মসূত্রে অন্যত্র থাকেন। তাঁদের দুই ছেলে। বড় ছেলে উজ্জ্বল বিশ্বাস। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে দেবগড়েই থাকেন। ছোট ছেলে বাইরে থাকেন। বিল্বদেবীর অভিযোগ, তাঁর নিজের নামে থাকা সম্পত্তি নিয়ে নিয়েছে উজ্জ্বল। ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকাও নিয়ে নিয়েছে। বাড়ির এক পাশে একটেরে একটি ঘরে থাকতে দিয়েছে। তিনি নিজে রান্না করে খান। স্বামী মাঝে মধ্যে এসে বাজার করে দিয়ে যান। তিনদিন আগে বাড়ি থেকে বেরিয়ে ওষুধ কিনতে গিয়েছিলেন। সে সময় বড় ছেলে ও বউমা দরজায় তালা দিয়ে চলে যায়। পাঁচিল টপকে বাড়ি ঢুকতে হয় তাঁকে। এরপর থেকে বাড়িতেই বন্দি তিনি। খুব প্রয়োজনে পাঁচিল টপকেই যাওয়া আসা করতে হচ্ছে। 
বিষয়টি মৌখিকভাবে পুলিসকে জানিয়েছেন। এরপরই পুলিস এসে বউমাকে ডেকে তালা খোলায়। বিল্বদেবী বলেন, ‘বড় ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আগে মারধরও করেছে।’ 
এদিন উজ্জ্বল বিশ্বাস পুলিসের সামনে আসেননি। জানা গিয়েছে, তাঁর খোঁজ মিলছে না। এদিন পুলিসের সামনেই শাশুড়িকে শাসানোর অভিযোগ উঠেছে বউমার বিরুদ্ধে। এই ঘটনার নিন্দা করেছেন স্থানীয় বাসিন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, বিল্বদেবীর ছোট বউমা এ নিয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন। যদিও তিনি নিজে কিছু বলতে চাননি। 
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা