রাজ্য

মানুষের চিকিৎসার লাইসেন্সে চলছে পশু ক্লিনিক? রাজ্যের জবাব তলব করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানুষের চিকিৎসার লাইসেন্স নিয়ে চলছে পশু চিকিৎসা ক্লিনিক। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল কলকাতা হাইকোর্টে। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের কাছে জবাব তলব করেছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। 
রাজ্যজুড়ে লাইসেন্স ছাড়াই চলছে সমস্ত বেসরকারি পশু ক্লিনিক ও হাসপাতাল। এমনই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সায়ন্তন মুখোপাধ্যায়। শহর কলকাতার এমনই একটি ক্লিনিকের ভুল চিকিৎসায় নিজের পোষ্য বিড়ালের মৃত্যু হওয়ার পর বিষয়টি তাঁর নজরে আসায় তিনি জনস্বার্থ মামলা দায়ের করেন। যে ক্লিনিকে তাঁর পোষ্যের মৃত্যু হয়েছিল তাদেরকেও মামলা পক্ষভুক্ত করেন। তাঁর আইনজীবী দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরনের ক্লিনিক চলতে গেলে নির্দিষ্ট নিয়মে লাইসেন্স প্রয়োজন। এই ধরনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় আইন রয়েছে। কিন্তু সেই কেন্দ্রীয় আইন এরাজ্যে কার্যকর করা হয়নি। ফলে বিনা লাইসেন্সেই চলছে সমস্ত বেসরকারি ক্লিনিক। এই অভিযোগ শোনার কীভাবে এই ক্লিনিকগুলিকে আইনের আওতায় আনা যায় তা নিয়ে রাজ্যকে আগেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। 
কিন্তু বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে ওই ক্লিনিকের তরফে দাবি করা হয়, তাদের বৈধ লাইসেন্স রয়েছে। রাজ্য সরকার ‘ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট’-এ তাদের লাইসেন্স দিয়েছে। সেই লাইসেন্সেই চলছে ক্লিনিক। উল্লেখ্য, এই আইনে মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির সংস্থান রয়েছে। বিষয়টি শোনার পরই বিস্মিত হন বিচারপতিরা। এজলাসে উপস্থিত রাজ্যের আইনজীবী দাবি করেন, বিষয়টি তাঁর জানা নেই। এরপরই বিষয়টি নিয়ে রাজ্যকে জবাব দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ১৬ তারিখ মামলার পরবর্তী শুনানি। 
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা