রাজ্য

পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় শুক্রবার তাপমাত্রা আরও কমল। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ায় রীতিমতো শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয় এদিন। দক্ষিণবঙ্গে শীতলতম স্থান এদিনও ছিল পুরুলিয়া (৭.৫ ডিগ্রি)। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা হিল স্টেশন কালিম্পংয়ের (৯.৫ ডিগ্রি) থেকেও কম ছিল। শীতের এই তীব্রতা কাল,  রবিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস। বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলা ও পূর্ব বর্ধমান জেলার জন্য রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন। তবে শীতের আমেজ থাকবে রাজ্যজুড়ে। 
শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। তাপমাত্রা সামান্য বেড়ে ১৪ ডিগ্রি হয়। তবে আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা  কমে ১৩ ডিগ্রির আশপাশে আসতে পারে। রবিবার তা ১২ ডিগ্রির আশপাশে আসবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সোমবার থেকে কলকাতায় তাপমাত্রা বাড়লেও তা ১৫ ডিগ্রির উপরে উঠবে না বলে জানিয়েছেন তিনি। 
শুষ্ক ও শীতল হাওয়া উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে এসে বায়ুমণ্ডলের নীচের স্তরে সক্রিয় থাকার জন্য কনকনে ঠান্ডা চলছে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত  ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম সব জায়গাতেই আছে। পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরও কম থাকছে। সমতল এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি কম ও ১০ ডিগ্রির নীচে থাকলে তবেই আবহাওয়াগতভাবে শৈত্যপ্রবাহ বলা হয়। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা রয়েছে। দার্জিলিং শহরে একটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি রেকর্ড হয়েছে এদিনও। আগামী সোমবার থেকে উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হবে। তখন বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি পরিবর্তন হবে। তাপমাত্রাও কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের সর্বত্র। শীতের তীব্রতার এই ওঠা-নামা শীতকালে স্বাভাবিক ব্যাপার বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। 
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা