রাজ্য

ইংরেজির ‘ভীতি’ কাটাতে উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে বাদ রচনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকে আর ইংরেজি রচনা লিখতে হবে না। ইংরেজি যাদের দুর্বলতার জায়গা, এমন পরীক্ষার্থীদের কথা ভেবে এই সংশোধনী এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পূর্ব ঘোষণা মতোই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের পুনঃসংশোধিত সিলেবাস। শুক্রবার সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। সংশোধিত বিষয়গুলির মধ্যে রয়েছে ইংরেজি-এ, ইংরেজি-বি, অল্টারনেটিভ ইংলিশ, বাংলা-এ, হিন্দি-এ, হিন্দি-বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অব ওয়েল বিইং, স্ট্যাটিস্টিক্স, দর্শন, পরিবেশ বিদ্যা, অর্থনীতি, ভূগোল এবং জীববিজ্ঞান। আগামী শিক্ষাবর্ষ থেকে এসব কার্যকর হবে।
বেশ উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে ইংরেজিতে। একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে ইংরেজি-বি সিলেবাসে ঢুকেছে অস্কার ওয়াইল্ডের দ্য মডেল মিলিওনেয়ার। র‌্যাপিড রিডারে ঢুকেছে কেট চোপিনের দ্য স্টোরি অব অ্যান আওয়ার এবং সাকির লেখা দ্য ওপেন উইন্ডো। দ্বিতীয় সেমেস্টারে ঢুকেছে ক্যাথরিন ম্যানসফিল্ডের ‘দ্য ফ্লাই’। এই সেমেস্টারে র‌্যাপিড রিডারে যোগ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী থেকে নেওয়া গদ্যাংশ ‘অ্যাট স্কুল’। আর রবীন্দ্রনাথ ঠাকুরের তোতাকাহিনীর অনুবাদ ‘দ্য প্যারটস টেল’। মহেশ দত্তানির ‘তারা’ নাটকটি পরিবর্তনের দাবি ছিল। সেটি পাল্টে আনা হয়েছে জে এস সিঞ্জের ‘রাইডার্স টু দ্য সি’ নাটকটি। একাদশ শ্রেণিতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। তারা দু’টি সেমেস্টারের প্রত্যেকটিতে যেকোনও তিনটি গদ্য বেছে নিতে পারবে। শিক্ষাবর্ষের শুরুতেই তা জানিয়ে দিতে হবে ছাত্রছাত্রীদের। ফাইনাল সেমেস্টারে দ্য ল্যাম্ব অব দ্য স্লটার বদলে আনা হয়েছে আর্নেস্ট হেমিংওয়ের ‘এ ক্লিন ওয়েল লাইটেড প্লেস’ গদ্যটি। উঠে যাচ্ছে রচনা বা এসে রাইটিংও। তার পরিবর্তে চালু হচ্ছে সাবস্ট্যান্স রাইটিং বা ক্রিটিক্যাল অ্যাপ্রিশিয়েশন।
বাংলা-এ চূড়ান্ত সেমেস্টারে মহাশ্বেতা দেবীর ‘রং নাম্বার’ গল্পটি পরিবর্তন করে আনা হয়েছে তাঁরই লেখা ‘হারুন সালেমের মাসি’ গল্পটি। এছাড়া, অধিকাংশ দীর্ঘ অধ্যায়গুলিকেই সংক্ষিপ্ত করা হয়েছে। প্রচুর কাটছাঁট করা হয়েছে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসেও। রাষ্ট্রবিজ্ঞানে অ্যান্টি কোরাপশন মুভমেন্ট, নিউ সোশ্যাল মিডিয়া মুভমেন্টের মতো সংবেদনশীল অধ্যায়ও আনা হয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমরা সিলেবাস পরিবর্তনের জন্য লিখিত প্রস্তাব দিয়েছিলাম। ‘তারা’ নাটকটি বাদ দেওয়ার প্রস্তাবও আমাদের ছিল। তা মানা হয়েছে। তবে, সব বিষয়ের পরিবর্তিত সিলেবাস আমাদের সন্তোষজনক মনে হচ্ছে না। প্রসঙ্গত, এবছরই নতুন সিলেবাসে পড়াশোনা শুরু হয়েছিল। একটি পরীক্ষাও হয়ে গিয়েছে। তারপরেও ফের পরিবর্তন করতে হল সিলেবাস!
 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা