বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আন্দুলে সোনার দোকানের মালিককে মারধর করে গয়না ও টাকা লুট, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতে সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন দোকানের মালিক। তাঁকে মারধর করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গয়না ও নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালাল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আন্দুল স্টেশন রোড এলাকায়। রাতেই জগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক প্রশান্ত মল্লিক। 
জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ সোনার দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন প্রশান্তবাবু। তাঁর সঙ্গে থাকা পিঠব্যাগে ছিল ১১০ গ্রাম সোনার গয়না, প্রায় ৩০ গ্রাম সোনার বিস্কুট, নগদ ১৫ হাজার টাকা। এছাড়াও দোকানের চাবি ও এটিএম কার্ড ছিল ব্যাগের মধ্যে। অভিযোগ, স্টেশন রোডের কাছেই একটি অন্ধকার জায়গায় মুখে রুমাল বাঁধা অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁর রাস্তা আটকায়। এরপর প্রশান্তবাবুর পিঠব্যাগটি ছিনতাই করার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁকে রাস্তায় ফেলে রীতিমতো মারধর করে দুষ্কৃতীরা। এরপর একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়েই গয়না ও টাকা ভর্তি ব্যাগটি ছিনতাই করে মৌরিগ্রামের দিকে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী।
প্রশান্তবাবু বলেন, ওরা যখন আমার ব্যাগটি নিয়ে পালাচ্ছিল, তখন স্থানীয় একজনকে সঙ্গে নিয়ে ওদের পিছু ধাওয়া করার চেষ্টা করি। কিন্তু মুহূর্তেই ওরা অন্ধকারে মিলিয়ে যায়। বিয়ের অর্ডারের বেশ কিছু গয়না ছিল ব্যাগে। জানি না এখন কী হবে। থানায় অভিযোগ জানিয়েছি। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, হয়তো বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীরা প্রশান্তবাবুর উপর নজর রাখছিল। তাছাড়া জায়গাটা অন্ধকার হওয়ার কারণে ওখানে চুরি ছিনতাইয়ের ঘটনাও দিন দিন বাড়ছে। পুলিসি নজরদারির অভাবেই এমনটা ঘটছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা