খেলা

রোহিতের সিদ্ধান্তকে কটাক্ষ গ্লেন ম্যাকগ্রার

ব্রিসবেন: নিছক খোঁচা বা চিমটি নয়। এ রীতিমতো তোপ দাগা। শনিবার ভারত অধিনায়ক রোহিত শর্মার উদ্দেশে তেমনই মন্তব্য করলেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসারের কাছে টস জিতে টিম ইন্ডিয়ার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত প্রত্যাশিতই। তাঁর কথায়, ‘রোহিত যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাতে আমি অন্তত অবাক হইনি। আসলে ও প্রথমে ব্যাট করতে চায়নি একেবারেই।’ উল্লেখ্য, অ্যাডিলেড ওভালে গোলাপি টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ৩ ও ৬ করেন ভারত অধিনায়ক। শুধু তাই নয়, সম্প্রতি ব্যাট হাতে একেবারেই ম্রিয়মাণ তিনি। ওপেনিং থেকে পিছিয়ে ছয় নম্বরে নামাকেও কেউ কেউ ‘পালিয়ে যাওয়া’ হিসেবে দেখছেন। ম্যাকগ্রার বক্তব্যে সেই সুরই ফুটে উঠেছে।
তবে তিনি একা নন, আর এক প্রাক্তন অজি ক্রিকেটার, ম্যাথু হেডেনও প্রশ্ন তুলেছেন রোহিতের সিদ্ধান্ত নিয়ে। সম্প্রচারকারী চ্যানেলে বাঁ হাতি ওপেনার বলেছেন, ‘ভারতের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে। আমার মনে হয়েছে যে, শুরুর দিকে এই পিচে ব্যাট করাই সুবিধাজনক। তারপর পিচ ক্রমশ ভাঙবে। বল ঘুরবেও।’ বাইশ গজে থাকা ফাটলগুলির জন্য স্পিনাররা পরের দিকে কার্যকরী ভূমিকা নেবেন বলে মনে করছেন তিনি। হেডেনের কথায়, ‘এই মাঠে স্পিনারদের বেশ কিছু গ্রেট পারফরম্যান্স রয়েছে। আবহাওয়া ঠিকঠাক থাকলে পিচের চিড় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
সিরিজের প্রথম দুই টেস্টে শুরুতে ব্যাট করেছিল ভারত। কিন্তু কোনওবারই দুশোর গণ্ডি টপকানো যায়নি। ১৫০ ও ১৮০ ছিল যথাক্রমে পারথ ও অ্যাডিলেডে প্রথম ইনিংসের স্কোর। স্বাভাবিকভাবেই মেঘলা কন্ডিশনে ব্যাটসম্যানদের সেই অগ্নিপরীক্ষায় ফেলতে চাননি রোহিত। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং হোমটিমের জয়ই দেখতে পাচ্ছেন। তিনি বলেছেন, ‘প্রথম দুই টেস্টে দুই দলই একটি করে জয় পেয়েছে, আর সেটাও দাপটের সঙ্গে। পরের ম্যাচগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে হচ্ছে। তারপরও আমার ধারণা, অস্ট্রেলিয়াই এই ম্যাচে জিতবে। গত ৪০ বছরে অজিরা গাব্বায় মাত্র দু’বার হেরেছে। সেজন্যই এই টেস্টে ওদের জয়ের সম্ভাবনা চোখে পড়ছে।’ যাঁর নামে এই টেস্ট সিরিজ, সেই অ্যালান বর্ডার অবশ্য সিরিজের ফলাফলই আগাম জানিয়েছেন। তাঁর মতে, ‘অস্ট্রেলিয়া ২-১ ফলে জিতবে সিরিজ।’ 
এদিকে, গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা ১৫ ওভারও হয়নি। তাই দর্শকরা টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন বলে জানানো হয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা