খেলা

আজ ম্যাঞ্চেস্টার ডার্বি, মর্যাদার লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সিটি

ম্যাঞ্চেস্টার: শেষ দশটি ম্যাচের মধ্যে সাতটিতে হার। জয় মাত্র একটিতে। এমন পরিস্থিতিতে পৃথিবীর যে কোনও প্রান্তে কোচ ছাঁটাইয়ের ঘণ্টা বেজে যেত। তবে পেপ গুয়ার্দিওলা হাল ছাড়ার পাত্র নন। কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে মরিয়া সিটি কোচ। রবিবার ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে মর্যাদার ম্যাঞ্চেস্টার ডার্বিতে মাঠে নামছে পেপ ব্রিগেড। ১৫ ম্যাচে সিটিজেনদের সংগ্রহ ২৭ পয়েন্ট। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়েই ইউনাইটেড ত্রয়োদশ স্থানে। লিগের শেষ ম্যাচে দু’দলই পয়েন্ট খুইয়েছে। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে পেপ ব্রিগেড। আর নটিংহ্যাম ফরেস্টের কাছে ২-৩ ব্যবধানে হারে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। সেই ধাক্কা সামলে অবশ্য ইউরোপা লিগে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-১ গোলে হারায় রুবেন আমোরিমের ছেলেরা। রবিবার মর্যাদার লড়াইয়ে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য ম্যান ইউ কোচের।
প্রিমিয়ার লিগে শেষ ছ’টি ম্যাঞ্চেস্টার ডার্বির মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে সিটি। এবার অবশ্য স্ট্র্যাটেজির লড়াইয়ে আমোরিমকে যথেষ্ট সমীহ করছেন সিটি কোচ। তাঁর মন্তব্য, ‘দল মোটেই ভালো জায়গায় নেই। টানা ব্যর্থতায় পিঠ দেওয়ালে ঠেকেছে। তবে এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা ছেলেরা জানে। ম্যাঞ্চেস্টার ডার্বির লড়াই সবসময় স্পেশাল। তারউপর এবার বদলে যাওয়া ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে। আমোরিম দারুণভাবে দলটা গুছিয়ে নিয়েছেন।’
গত দেড় দশকে এতটা বিবর্ণ কখনও দেখায়নি ম্যান সিটিকে। অনেকেই মনে করছেন, এতিহাদ স্টেডিয়ামে ইউনাইটেডের জয়ের এটাই সেরা সুযোগ। কোচ আমোরিম অবশ্য প্রতিপক্ষকে নিয়ে খুব একটা ভাবতে নারাজ। তাঁর কথায়, ‘আমরা এখনও নিজেদের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তবে ডার্বি জয়ের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দল মাঠে নামবে।’
এদিকে, শনিবার লিগে ঘরের মাঠে ফুলহ্যামের বিরুদ্ধে হার বাঁচাল লিভারপুল। ম্যাচের ফল ২-২। ১১ মিনিটে আন্দ্রিয়াস পেরেরা অ্যাওয়ে দলকে এগিয়ে দেন। তার ছয় মিনিট পর অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখলে আরও বিপাকে পড়ে আর্নে স্লটের দল। তবে ৪৭ মিনিটে গাকপোর গোলে সমতায় ফেরে দশ জনের লিভারপুল। ৭৬ মিনিটে মুনিজ ফের এগিয়ে দেন ফুলহ্যামকে। এরপর ৮৬ মিনিটে হোম টিমের সমতাসূচক গোলটি জোতার। ড্রয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল (১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট)। অপর ম্যাচে এভার্টনের বিরুদ্ধে গোলশূন্য ড্র আর্সেনালের। পয়েন্ট খুইয়ে তৃতীয় স্থানে রয়েছে গানাররা (১৬ ম্যাচে ৩০ পয়েন্ট)।
-ম্যাচ শুরু রাত ১০টায়।
সরাসরি স্টার স্পোর্টসে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা