খেলা

রেফারির ভুলেই ডুবল ইস্ট বেঙ্গল

শিশির ঘোষ: কথাতেই আছে -‘লঘু পাপে গুরুদণ্ড।’ টিভির পর্দায় ইস্ট বেঙ্গল বনাম ওড়িশা ম্যাচ দেখতে দেখতে সেই প্রবাদটাই মনে পড়ল। বিতর্কের কেন্দ্রে রেফারি তেজস নাগবেঙ্কর। জিকসন সিংকে লাল কার্ড দেখিয়ে লাল-হলুদ শিবিরে তিনিই ভিলেন নম্বর ওয়ান। মার্চিং অর্ডারের সিদ্ধান্ত কতটা ঠিক? আমার সাফ কথা, মণিপুরি ফুটবলার কার্ড দেখার মতো ফাউল করেনি। আসলে মাঠের পরিস্থিতি আর রেফারির পজিশনের উপর অনেক কিছু নির্ভর করে। প্রিয় পাঠক, ফাউলের মুহূর্তটি মনে করার চেষ্টা করুন। জিকসন শরীর আড়াল করে ডিয়েগো মরিসিওকে কভার করে। রেফারি তেজস কিন্তু বলের সামনে ছিলেন না। ফলে মরিসিওর প্লে-অ্যাক্টিং ধরতে পারেননি। পরিস্থিতি বিচার করার জন্য কিছুটা সময় নেওয়া উচিত ছিল। হিরো হওয়ার বাসনায় ইস্ট বেঙ্গলের বারোটা বাজিয়ে দিলেন তেজস। আমাদের সময়ে প্রদীপ নাগ, সুমন্ত ঘোষ, সাগর সেনদের মতো দক্ষ রেফারি ম্যাচ পরিচালনা করতেন। বলতে বাধ্য হচ্ছি, ফুটবলের মতো রেফারিংয়ের মানও পাল্লা দিয়ে পড়ছে। যোগ্যতায় ধারেকাছে নেই আজকের তেজস, হরিশ কুণ্ডুরা। ফেডারেশনও নির্বিকার। বিদেশি রেফারি ইন্সট্রাক্টর পুষতে জলের মতো টাকা খরচ হচ্ছে। লাভের লাভ শূন্য। অবিলম্বে কিছু রেফারিকে ফ্রিজ করা উচিত। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে? বিতর্ক এড়াতে ভার প্রযুক্তি চালু করা প্রয়োজন। কিন্তু প্রতিশ্রুতি আর আশ্বাসের চক্করে সবকিছুই বিশ বাঁও জলে। তবে রেফারির সমালোচনা করলেও জিকসনের অপরাধ কমছে না। অহেতুক পা চালিয়ে প্রথম হলুদ কার্ড দেখা নির্বুদ্ধিতার পরিচয়। পয়েন্টে পিছিয়ে থাকলেও কার্ড দেখার ক্ষেত্রে পাল্লা দিচ্ছে ইস্ট বেঙ্গল ফুটবলাররা। ম্যারাথন লিগে যা মোটেও কাম্য নয়। কড়া হাতে এবার রাশ টানুক টিম ম্যানেজমেন্ট। 
একজন কম ফুটবলার নিয়ে ১১ জনের বিরুদ্ধে পাল্লা দেওয়া বেশ কঠিন। তার উপর মোক্ষম সময়ে মারাত্মক ভুলের খেসারত দিল লাল-হলুদ ব্রিগেড। প্রথম গোল হজমের ক্ষেত্রে গোলরক্ষক গিলের অতিরিক্ত আত্মবিশ্বাস দায়ী। প্রথম পোস্ট কভার না করে আগেই কমিট করে বিপদ ডেকে আনল গিল। তার আগে অহেতুক বল হোল্ড করার বদলে ক্লিয়ার করা উচিত ছিল নাওরেম মহেশের। অন্যদিকে, বোমাসের লক্ষ্যভেদের কারিগর মরিসিও। এক ঝটকায় আনোয়ারকে কাটা কলাগাছের মতো ফেলে বক্সে ঢুকে আসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আমি নিশ্চিত মনাদা, বাবলুদা বা অলোক থাকলে ঢুকতে পারত না মরিসিও।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা