রাজ্য

দলের কর্মসূচি শুরু হবে রাজ্য সঙ্গীত দিয়ে, নির্দেশ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ইংরেজি বছরের শুরু থেকে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে জোড়াফুল শিবির। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ২০২৫ সালকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে রাজ্যের শাসক দল। আগামী বছরে সাংগঠনিক ফাঁকফোকর ভরাট এবং জনপ্রতিনিধিদের নাগরিক পরিষেবার দিকে বাড়তি নজর দিতে বলা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিষ্ঠা দিবস থেকে শুরু করে গোটা মাস কর্মসূচির একটি তালিকা জেলায় জেলায় পাঠিয়েছে তৃণমূল ভবন। তৃণমূলের পাঠানো ‘বিশেষ সূচনা’য় স্বাক্ষর করেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস, সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূল ভবনের পাঠানো সেখানে বলে দেওয়া হয়েছে, সব অনুষ্ঠানের শুরুতে হবে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল...।’ আর অনুষ্ঠানের শেষে হবে জাতীয় সঙ্গীত। 
১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন, মনীষীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বিশিষ্টজনদের সম্মানিত করা, বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সামাজিক প্রকল্পগুলির প্রচারের বার্তা দিয়েছে তৃণমূল ভবন। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। প্রতিটি কর্মসূচি দলের সব কর্মীকে একত্র করে আয়োজন করতে বলা হয়েছে। সাধারণ মানুষকে এসব কর্মসূচিতে শামিল করার উদ্যোগ নিতে বলেছে তৃণমূল ভবন।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা