দেশ

ইডির তল্লাশির জের? উদ্ধার সস্ত্রীক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ
 

ভোপাল: অর্থ তছরুপ প্রতিরোধ আইনকে (পিএমএলএ) ঢাল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যেন ‘বাড়াবাড়ি’ না করে। ইডির আধিকারিকদের মনে রাখা উচিত, দেশে অনুচ্ছেদ ২১ (জীবন ও স্বাধীনতা রক্ষার অধিকার) নামেও কিছু একটা রয়েছে। অক্টোবর মাসে কেন্দ্রীয় এজেন্সিটিকে এই ভাষাতেই ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। তারই মধ্যে এবার মধ্যপ্রদেশে সস্ত্রীক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাচক্রে, এক সপ্তাহ আগেই ওই ব্যবসায়ীর বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালিয়েছিল ইডি। পুলিস জানিয়েছে, দম্পতির দেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে কী লেখা রয়েছে, তদন্তের স্বার্থে তা এখনই খোলসা করতে চায়নি পুলিস। তবে পরিবারের সদস্যদের অভিযোগ, ইডির হেনস্তার মুখেই চরম পথ বেছে নিলেন সস্ত্রীক ব্যবসায়ী। গুরুতর অভিযোগ তুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেন, উপযুক্ত কোনও কারণ ছাড়াই ওই ব্যবসায়ীকে ইডির হেনস্তার মুখে পড়তে হয়। ভারত জোড়ো যাত্রার সময় ওই ব্যক্তির সন্তানরা রাহুল গান্ধীকে একটি পিগি ব্যাঙ্ক উপহার দিয়েছিলেন। মূলত সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সি তাঁকে অপদস্থ করা শুরু করে। প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারির অভিযোগ, আমাদের দলের সমর্থক হওয়ার কারণেই ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর এই পরিণতি হল। এই ঘটনা ‘রাষ্ট্রীয় হত্যা’ ছাড়া আর কিছুই নয়। বিজেপির পাল্টা অভিযোগ, মৃত্যুর ঘটনা নিয়েও রাজনীতি করছে কংগ্রেস।
পুলিস জানিয়েছে, মধ্যপ্রদেশের সেহোরে বাড়ি থেকে উদ্ধার হয় ব্যবসায়ী মনোজ পারমার ও তাঁর স্ত্রী নেহার ঝুলন্ত দেহ। পুলিসের প্রাথমিক অনুমান, সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। উল্লেখ্য, ৫ ডিসেম্বর পারমারের সেহোর ও ইন্দোরের মোট চারটি ঠিকানায় তল্লাশি চলেছিল। তাঁর বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় এজেন্সি। ফ্রিজ করে দেওয়া হয় ব্যাঙ্কের সাড়ে তিন লক্ষ টাকা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে এর আগে গ্রেপ্তারও হতে হয়েছিল ওই ব্যবসায়ীকে। শুক্রবার প্রয়াত ব্যবসায়ীর ভাই কৈলাস পারমারের অভিযোগ, ইডি তল্লাশির কারণে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন দাদা।
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা