বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জরুরি অবস্থা দেশবাসীর মৌলিক অধিকার খর্ব করেছিল, সংসদে কংগ্রেসকে আক্রমণ মোদির

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: সংবিধান দিবসের আলোচনায় জবাবি ভাষণে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার ভারতীয় সংবিধানের ৭৫তম বর্ষপূর্তিতে সংসদে বিশেষ আলোচনাসভায় উপস্থিত ছিলেন মোদি।
কংগ্রেসকে নিশানা করে মোদি বলেন, “জরুরি অবস্থার মতো কলঙ্ককে কংগ্রেস কোনও দিনও মুছে ফেলতে পারবে না। দীর্ঘ দু’বছর জরুরি অবস্থা দেশবাসীর মৌলিক অধিকার খর্ব করেছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল।” তিনি আরও বলেন, “১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। ২৫ বছর পূর্তিতে সংবিধানকে ছিন্নভিন্ন করে দেশকে কারাগারে পরিণত করেছিল কংগ্রেস। নাগরিকদের অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল।” এখানেই থেমে থাকেননি মোদি। একযোগে তিনি আক্রমণ করেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীকে। মোদির কথায়, “একটি পরিবার দেশের সংবিধানকে ধ্বংস করেছে। নেহরু সংবিধান পরিবর্তনের যে বীজ বপন করেছিলেন, ইন্দিরা গান্ধী তা অনুসরণ করেছিলেন।” মোদির অভিযোগ, ৬০ বছরে কংগ্রেস ৭৫ বার সংবিধান পরিবর্তন করেছে।
সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এদিন ‘ঐক্যবদ্ধ’ ভারতে গড়ে তোলার কথা বলেন। তিনি বলেন, “ভারতকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য। ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলতে আমরা কাশ্মীরে ৩৭০ ধারার বিলুপ্তি ঘটিয়েছি।” এরপরই মোদি জিএসটি এবং এক দেশ, এক রেশন কার্ডের প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর কথায়, “জিএসটি দেশে অর্থনৈতিক ঐক্যের সূচনা করেছে। অন্যদিকে, এক দেশ, এক রেশন কার্ড দেশে গরীবদের ক্ষমতায়ন করেছে।”
মোদির ভাষণ শেষে সংসদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী কোনও গঠনমূলক কথা বলেননি।”
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা