বিনোদন

অভিনয়ের পরীক্ষার মধ্যে কোনও একঘেয়েমি নেই: সুহোত্র

পড়াশোনা থেকে পালানোর জন্য অভিনয়ের অবকাশকেই আপন করতে চেয়েছিলেন সুহোত্র মুখোপাধ্যায়। গত দশ বছরে সাফল্য, প্রশংসা, ব্যস্ততার চাপে এখন খানিক অবসরের অবকাশ পাওয়াটাই মুশকিল হয়ে গিয়েছে ওয়েব সিরিজ ‘ডাকঘর’-এর ‘পোস্টমাস্টার’ দামোদর দাসের। ‘গোরা’র সারথি, ‘ইন্দু’র সুজাত, ‘দ্য একেন’-এর বাপি কিংবা ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র অজিতকে এখন জি ফাইভে দেখা যাচ্ছে কোরক মুর্মু পরিচালিত ওয়েব সিরিজ ‘পাশবালিশ’-এ চাঁদুর চরিত্রে।
‘কুড়িয়ে পাওয়া চাঁদু একটি থানায় কয়েকজন পুলিস অফিসারের আদরে প্রশ্রয়ে বড় হওয়া এক যুবক। সরলমতি চাঁদুর কোনও বন্ধু নেই। আছে দুই পোষ্য চুমকি ও রাখাল। একটি কুকুর ও মুরগি। চাঁদু বিশ্বাস করে এই দুই প্রাণী ভালো থাকবে, যদি তারা বিয়ে করে’, নিজের অভিনীত চরিত্র নিয়ে এতখানি বলে হাসেন সুহোত্র। কারণ, অভিনেতা নিজেও যে পশুপ্রেমী। 
কেরিয়ারে এখনও পর্যন্ত ওয়েব সিরিজের সংখ্যাই বেশি। তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই হাওড়ার ভূমিপুত্রের। মুচকি হেসে বলেন, ‘এটা তো আর আমার হাতে নেই, যাঁরা আমাকে অভিনেতা হিসেবে নির্বাচন করছেন তাঁদের ব্যাপার। আমার কাছে সবটাই নিজেকে অভিনেতা হিসেবে আরও পোক্ত করার প্ল্যাটফর্ম। চাঁদু চরিত্রেও বেশকিছু নতুন জিনিস আমি করেছি, যা আগে আমি করিনি।’
বিজ্ঞানে স্নাতক সুহোত্রর অবসরের গান যে এভাবে কাজে লেগে যাবে তা স্বপ্নেও ভাবেননি। আসছে দুলাল দে পরিচালিত ছবি ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। ছবিতে তাঁর প্লেব্যাকের খবর ইতিমধ্যেই ভাইরাল। বললেন, ‘একদিন ফ্লোরে গুনগুন করছিলাম। পরিচালক শুনে আমাকে প্লেব্যাক করার কথা বলেন। নতুন বিষয়। আমিও রাজি হয়ে গেলাম।’ অবসরে গান আর সিনেমা-সিরিজ দেখা প্রিয় বিনোদন অভিনেতার। নিজেকে নিয়ে প্রতিনিয়ত নিরীক্ষার পদ্ধতি কী? সুহোত্র বললেন, ‘আমি একই ধরনের চরিত্রে দ্বিতীয়বার অভিনয় করি না। চিত্রনাট্যটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ চরিত্রের ষাট শতাংশটা ওখানেই লুকিয়ে থাকে। তাই খুঁটিয়ে খুঁটিয়ে বারবার আমি চিত্রনাট্যটা পড়ি।’ পড়াশোনা থেকে পালানোর জন্যই তো অভিনয় জগতে আসা? হেসে ফেলেন সুহোত্র, ‘পালাতে আর পারলাম কই? তবে এখানে পরীক্ষার মধ্যে সেই একঘেয়েমিটা নেই। এই দুনিয়ায় প্রতিটি ফ্রেমেই নতুন সৃষ্টির উত্তেজনা। উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ। প্রতি মুহূর্তে উপভোগ করি।’
প্রিয়ব্রত দত্ত
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা