বিনোদন

‘রাজনীতি করতে পারি না বলেই আমি পিছিয়ে’

মল্লিকা বন্দ্যোপাধ্যায়। একাই ‘রাজনীতি’র খেলা ঘুরিয়ে দিয়েছিল। সে ফের আসছে ‘আবার রাজনীতি’র অংশ হয়ে। হইচই প্ল্যাটফর্মে সৌরভ চক্রবর্তী পরিচালিত এই সিরিজের মুক্তি আসন্ন। এবার ‘মল্লিকা’ কি আরও কূট চাল দেবে? উত্তর দিলেন পর্দার ‘মল্লিকা’ ওরফে অভিনেত্রী  কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ‘এটা খুব ইন্টারেস্টিং সিরিজ। অনেককিছু ঘটবে। স্ক্রিপ্ট রিডিংয়ে ভাবছিলাম, এত কিছু! কিন্তু কাজটা করতে গিয়ে সৌরভের দূরদর্শিতা বুঝতে পারলাম। এটা মোটা দাগের সিরিজ নয়। বুদ্ধিমত্তা আছে’, বললেন তিনি।
‘রাজনীতি’ দর্শকের বড় অংশের পছন্দ হয়েছিল। দ্বিতীয় সিজনও কি সমান ভালোবাসা পাবে? কনীনিকার উত্তর, ‘দর্শকদের কতটা তৃপ্তি দেবে, তা জানি না। আমি প্রচুর সিরিজ দেখি বলেই একথা বলছি। ধরুন, যদি ‘মানি হাইস্ট’-এর কথাই ভাবি, তার প্রথম, দ্বিতীয় সিজন দারুণ লেগেছিল। টানা দেখেছিলাম। কিন্তু শেষ সিজনটা আমার মনে হয়েছে ঠিক জমেনি। ফার্স্ট বয় প্রত্যেকবার ফার্স্ট হচ্ছে, সেটা অভ্যেস হয়ে গেলেও কোনও একবার সে ফার্স্ট নাও হতে পারে। সেই বাস্তবটা আমি ভুলি না। তবে অভিনেতা হিসেবে কাজটা ভালো লেগেছে। আমি খুব আশাবাদী। অনেক বছর পর একটা কাজ করে আনন্দ পেয়েছি। শট দেওয়ার পর তৃপ্তি পেয়েছি। আমার ধারণা প্রত্যেক শিল্পীর ক্ষেত্রেই সেই তৃপ্তিটা কাজ করেছে। যে কটা কাজ ইদানীং দেখেছি, সেই নিরিখে বলতে পারি এটা ভালো কাজের মধ্যেই পড়বে।’
মল্লিকাকে গড়ে তোলার নেপথ্যে কনীনিকার নিজস্ব ভাবনা যেমন রয়েছে, তেমনই পরিচালক সহ সমগ্র টিমকে তিনি কৃতিত্ব দিতে চান। অভিনেত্রীর কথায়, ‘সৌরভ ভালো ফিল্ম মেকার। ওদের পুরো ইউনিটটাই ভালো। ওদের দৃষ্টিভঙ্গি খুব সমকালীন। আমাকে কখনও অতিরিক্ত কিছু করতে বলেনি।’ 
ব্যক্তি বা পেশাদার জীবনে রাজনীতি সামলাতে কতটা অভ্যস্ত কনীনিকা? স্পষ্ট বললেন, ‘কোথাও রাজনীতি করতে পারি না বলেই আমি অনেকটা পিছিয়ে। অথচ আমি জানি রাজনীতি কীভাবে হয়। আমি সোজা কথা মুখের উপর বলি। কিন্তু রাজনীতি ওভাবে হয় না। আমি খুব ভালো অবজার্ভার। সবার রাজনীতি বুঝি। আমাদের এই সিরিজের রাজনীতির গল্প প্রত্যেক ঘরে ঘরে, সমাজের সব স্তরে রয়েছে। বিশেষত এই মুহূর্তে আমাদের দেশে, রাজ্যে এটাই চলছে। এই রাজনীতি চারদিকে দেখতে পাই।’
লোকসভা নির্বাচনের আবহে মুক্তি পাচ্ছে ‘আবার রাজনীতি’। কনীনিকা নিজেও রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অফার পেয়েছিলেন। কিন্তু তা গ্রহণ করেননি। কারণ ব্যখ্যা করে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে অফার এসেছিল। অনেক দল থেকেই অফার ছিল। কিন্তু আমি যাইনি। কারণ এই মুহূর্তে ওই কাজটা এনজয় করব না। হতেই পারে আজ থেকে ১০ বছর পরে আমি সক্রিয় রাজনীতি করতে চাইব। এখন মনে হয় পরিবারকে দেখার প্রয়োজন বেশি। আমার মনে হয় রাজনীতি করতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতা দরকার। শুধু শিক্ষা দিয়েও হবে না। তার সঙ্গে মানুষকে বোঝার যোগ্যতা দরকার। ইতিহাস পড়তে হবে। তারপর কর্মক্ষেত্রে নামতে হবে। আমি রাজনীতি করতে চাই না। আমি শেখানো কথা বলতে পারি না। কোনও রাজনৈতিক দলের নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রাখতে পারব না।’
স্বরলিপি ভট্টাচার্য 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা