বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

রণবীরের সিদ্ধান্ত

পরিচালক প্রশান্ত বর্মার সঙ্গে জুটি বেঁধে কাজ করার কথা ছিল রণবীর সিংয়ের। চূড়ান্ত হয়েছিল ছবির নামও। ‘রাক্ষস’। তবে আপাতত সে ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেতা। শোনা গিয়েছিল, ‘হনুমান’ ছবিটি দেখার পর নতুন পরিচালক প্রশান্তের কাজের প্রশংসা করেছিলেন রণবীর। তারপরই তাঁর সঙ্গে কাজের আগ্রহ দেখান অভিনেতা। কথাবার্তা এগয় দু’তরফেই। যদিও প্রথম দিকে প্রযোজক না পাওয়ার জেরে সমস্যায় পড়তে হয়েছিল। পরবর্তীতে সেই সমস্যার সমাধান হয়। তবে এখন শোনা যাচ্ছে, ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর। সৃজনশীল চিন্তাভাবনার পার্থক্য হচ্ছে দু’তরফে। সে কারণে ছবি থেকে সরেছেন রণবীর। গত এপ্রিল মাসে হায়দরাবাদ গিয়েছিলেন নায়ক। পরিচালকের সঙ্গে কথা বলার পাশাপাশি এই সিনেমার জন্য একটি ফটোশ্যুটও করেন তিনি। চলতি মাসের শুরু থেকেই তাঁদের মতপার্থক্য শুরু। একাধিক সমাধানসূত্র বের করার চেষ্টা হলেও অবশেষে তা সফল হয়নি। যদিও এর জন্য দু’জনের ব্যক্তি সম্পর্কে কোনও প্রভাব পড়েনি বলেই খবর। ভবিষ্যতে সব ঠিক থাকলে একসঙ্গে কাজও করবেন দু’জনে।

22nd     May,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ