বিনোদন

প্রেম আমার কাছে সব কিছু

‘বসন্ত এসে গেছে’। ওয়েব প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’-এ চোখ রাখলে আপনি দিন কয়েকের মধ্যেই এই ওয়েব সিরিজ দেখতে পাবেন, একথা ঠিক। কিন্তু সিরিজের মুখ্য অভিনেত্রী স্বস্তিকা দত্তর জীবনেও কি বসন্ত এসে গিয়েছে? প্রশ্ন শুনে হেসে ফেললেন অভিনেত্রী। কিন্তু নিরুত্তর। পরের প্রশ্ন, স্বস্তিকা কি এখন প্রেম করছেন? গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একসময় তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তা অতীত। এ খবর দর্শক জানেন। কিন্তু স্বস্তিকার জীবনে নতুন প্রেম এল কি? এবার চটজলদি উত্তর এল, ‘এখন প্রেম করছি না। তেমন সুযোগ বা সময় কোনওটাই হয়ে উঠছে না। এখন নিজেকে বোঝার সময়। কয়েকটা কাজও রয়েছে। আর প্রেম যখন হওয়ার, তখন হয়েই যাবে।’ প্রেম শব্দটা কীভাবে ব্যাখ্যা করবেন? আবার হাসি। ‘একটা শব্দ বা লাইনে প্রেম কী, বলতে পারব না। প্রেম আমার কাছে অনেক কিছু। সব কিছু’, বললেন স্বস্তিকা। জীবনে প্রেম থাকলে কি ভালো থাকার মানে বদলে যায়? আত্মবিশ্বাসী উত্তর এল, ‘প্রেমে পড়লেও ভালো থাকা যায়, না পড়লেও। আসলে ভালো থাকাটা তো নিজের উপর নির্ভর করে।’
প্রেম নিয়ে এত আলোচনার কারণ স্বস্তিকার নতুন কাজ। এই সিরিজে সম্পর্কের পরত বোনা হয়েছে ভিন্ন আঙ্গিকে। স্বস্তিকা বললেন, ‘আমার চরিত্রের নাম চন্দ্রিমা। মেয়েটি কেমন তা ঠিক বলে বোঝানো যাবে না। চন্দ্রিমার মতো চরিত্র আমাদের সমাজে রয়েছে। সে কলেজ পড়ুয়া হতে পারে। গৃহবধূ হতে পারে। আমরা হয়তো তাদের বুঝতে পারি না। দর্শক দেখার আগে কোনও মন্তব্য না করাই ভালো। বসন্তের কথা বললে প্রেমের কথা আসবেই। এই সিরিজেও প্রেম এসেছে অন্যভাবে। বসন্তে বন্ধুত্বও রয়েছে। আমার সাম্প্রতিক কাজের মধ্যে এটা নিয়ে খুব উত্তেজিত আমি। নিজের ১০০ শতাংশেরও বেশি দিয়ে কাজটা করেছি।’ চন্দ্রিমাকে গড়ে তুলতে বাস্তব কোনও চরিত্রের ভূমিকা রয়েছে? অভিনেত্রীর জবাব, ‘না। চিত্রনাট্যে যেটা লেখা থাকে সেটা দিয়ে চরিত্রের ৫০ শতাংশ বোঝা যায়। বাকি পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের কৃতিত্ব। এই চরিত্রে অভিনয় করতে আলাদা কোনও চরিত্রকে স্টাডি করতে হয়নি। কিছু জিনিস নিজের মতো করে তৈরি করেছি। কিছু জিনিস স্বাভাবিক ভাবেই হয়ে গিয়েছে।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে স্বস্তিকার ছবি ‘আলাপ’। হইচই প্ল্যাটফর্মে আসছে ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ ২’। এই মুহূর্তে হাতে নতুন কোনও সিনেমা নেই। আর টেলিভিশন? ছোটপর্দায় ফিরবেন না? স্বস্তিকার জবাব, ‘টেলিভিশনে ফিরব অবশ্যই। টেলিভিশন আর করব না তো কখনও বলিনি। গত বছর ২৫ জুলাই আমার ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ শেষ হয়েছিল। তারপর কয়েকদিন বিরতি নিয়েছিলাম। তারও আগে আমার খুব জনপ্রিয় ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ শেষ হওয়ার পরও আমি বিরতি নিয়েছিলাম। চিত্রনাট্য পছন্দ হলে আমি এখনই ধারাবাহিক শুরু করতে পারি। তবে এর মাঝে ধারাবাহিক ভাবে প্রচুর ধারাবাহিকের অফার এসেছে তেমন নয়।’
স্বরলিপি ভট্টাচার্য
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা