বিনোদন

আঁকা, লেখায় একাকার ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত প্রায়ই বলেন, ‘আমার দুটো সংসার। একটা সিঙ্গাপুরে। সেখানে ঘর-সংসার। আর একটা টালিগঞ্জে, সেখানে সিনেমা-সংসার।’ এই দুই সংসারের সাতকাহন সামলানোর পরও আছে নাচ। নিঃশব্দে নিঃস্ব মানুষদের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা। সর্বোপরি সবাইকে শামিল করে নতুন কিছু করার ভাবনা ও প্রয়াস। কর্মব্যস্ততার ফাঁকে কখনও অনুচ্চারিত অনুভূতিগুলো উঁকি দিয়ে যায় নায়িকার মনের আঙিনায়। সেই উপলব্ধির উৎস চারপাশের পরিচিত প্রেক্ষাপট ও পরিজনরাই। ঋতুপর্ণার সংবেদনশীলতা এতদিন ছিল নিজস্ব নির্জনতায়। কাগজে কলমে। এবার নায়িকার নিভৃত আত্মকথনগুলো কবিতার বই হয়ে প্রকাশিত হতে চলেছে খুব শিগগিরই। সায়ন্তন ঘোষালের নতুন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’ শ্যুটিং ফ্লোরে বসে সম্প্রতি সুখবর দিলেন স্বয়ং লেখিকাই।  ‘ম্যাডাম সেনগুপ্ত’র নাম ভূমিকায় ঋতুপর্ণা স্বয়ং। চরিত্রায়নেও চমক। একজন কার্টুনিস্ট-এর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। বললেন, ‘কোনও কার্টুনিস্টের চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি। একদিকে অনুরেখা সেনগুপ্তর আঁকা কার্টুন, অন্যদিকে মনন ও যাপনের লড়াই। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর অনুসন্ধানেই প্রবাসী অনুরেখার শহরে ফেরা।’ তাহলে কি এবার সত্যান্বেষীর সাজে দেখা যাবে ঋতুপর্ণাকে? ‘ঠিক তা নয়, তবে কার্টুনের মধ্যে দিয়ে রহস্য সমাধান করছে সে। সেটা করতে গিয়েই ভিন্নভাবে গোটা ঘটনায় জড়িয়ে পড়ে অনুরেখা’, রহস্য বজায় রেখে অভিনীত চরিত্র বিশ্লেষণ করলেন ঋতুপর্ণা। 
নায়িকার আশৈশব ছবি আঁকার অভ্যাস। অন্য অনেককিছুর মতোই ঋতুপর্ণা তাঁর এই গুণটিকেও প্রকাশ্যে আনতে চাননি কখনও। ‘আঁকাটা আমার খুব আনন্দের অবসরের যাপন। ভালো লাগে ছবি আঁকতে। তবে কার্টুন আমার কাছে নতুন বিষয়। বেশ আকর্ষণীয়’, শিল্পীর তৃপ্তি ঋতুপর্ণার হাসিতে। এই ছবিতে পুরুষ প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করছেন রাহুল বসু। সেই ‘অনুরণন’-এর পর আবার ঋতুপর্ণা-রাহুল এক ফ্রেমে। সহ অভিনেতার প্রতি় শ্রদ্ধাশীল ঋতুপর্ণা বললেন, ‘খুব সিরিয়াস অ্যাক্টর রাহুল। ডেডিকেটেড। ওঁর মনোসংযোগ শিক্ষণীয়।’ 
প্রতিদিনই নতুন চিত্রনাট্য আসে ঋতুপর্ণার কাছে। তার মধ্যে থেকে ‘ম্যাডাম সেনগুপ্ত’কে নির্বাচনের কারণ কী? ঋতুপর্ণার ব্যাখ্যা, ‘প্রথমত এটা মলাট চরিত্র। আমার নাম নিয়েই গল্প। দ্বিতীয়ত, সায়ন্তনের সঙ্গে বিজ্ঞাপনের কাজ করলেও ছবি এই প্রথম করছি। এর মধ্যে সায়ন্তন খুব ভালো কিছু কাজ করেছেন। ম্যাডাম সেনগুপ্ত চরিত্রে অভিনয়ের প্রস্তাবটা ওঁরই।’ 
পরবর্তী শটের ডাক পড়ল ম্যাডামের। উঠে পড়লেন ঋতুপর্ণা। ফ্লোরে দাঁড়িয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে শুনতে শুনতে বুঝে নিচ্ছেন দৃশ্যটি। আলো, ক্যামেরা প্রস্তুত। ‘অ্যাকশন’ বললেন পরিচালক। চেয়ারে বসে ঋতুপর্ণা ওরফে ‘ম্যাডাম সেনগুপ্ত’। টেবিলে সাদা কাগজ। হাতে স্কেচ আঁকার কলম। চোখ তুলে দূরে তাকালেন অভিনেত্রী। দৃষ্টিতে তখন আঁকা আর লেখা একাকার। 
প্রিয়ব্রত দত্ত
ছবি: দীপেশ মুখোপাধ্যায় 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা