বিনোদন

নজরুলের বায়োপিকে কিঞ্জল

বড়পর্দায় বায়োপিক তৈরি করা সহজ কাজ নয়। সেই কঠিন চ্যালেঞ্জই নিয়েছেন পরিচালক আব্দুল আলিম। নজরুলের বায়োপিক তৈরির প্রস্তুতি নিচ্ছেন তিনি। ছবির নাম ‘কাজী নজরুল ইসলাম’। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কিঞ্জল নন্দ। অভিনেতার কথায়, ‘নজরুলের বায়োপিক তৈরি হচ্ছে। ওঁর জন্ম থেকে শেষ জীবন পর্যন্ত পুরোটাই থাকবে। সকল ভারতবাসী তো বটেই, ভারতের বাইরের মানুষের কাছেও নজরুল ভীষণ ভাবে পরিচিত। ফলে মূল দেখার জায়গা ছিল চিত্রনাট্য। সেটা গুরুত্বপূর্ণ। এমন একটা জীবনকে ধরার জন্য চিত্রনাট্যই প্রাথমিক বিষয়। ফলে চিত্রনাট্য শোনার আগে চরিত্রটা করব, এমন কথা দিতে পারিনি। সৌগত বসু চিত্রনাট্য লিখেছেন। সেটা পড়ে আমার মনে হয়েছে, ছবিটা করা যায়।’
বায়োপিকে অভিনয় করা কি ঝুঁকির কাজ? কিঞ্জল বললেন, ‘ঝুঁকি নয়। আমি ভাগ্যবান যে এই সুযোগটা পেলাম। এই কাজগুলোতে মানসিক এবং শারীরিক পরিশ্রম তো থাকবেই। এটা যে কোনও অভিনেতার কাজে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিতে ভালো লাগে।’ শ্যুটিং কবে থেকে শুরু হবে? অভিনেতার উত্তর, ‘এখনও লুক সেট হয়নি। আসলে এই ছবিতে প্রস্থেটিক মেকআপ রয়েছে। ইতিহাসের বহু চরিত্র থাকবে। ফলে মেকআপ গুরুত্বপূর্ণ। আসন্ন শীতে হয়তো শ্যুটিং শুরু হবে।’ 
যে কোনও কাজই প্রস্তুত হয়ে শুরু করতে চান কিঞ্জল। অভিনেতা হিসেবে প্রতিদিন নিজেকে প্রমাণ করার তাগিদ রয়েছে তাঁর। কিন্তু এই ছবির প্রস্তুতি এখনও শুরু করেননি। তাঁর কথায়, ‘এখনও প্রস্তুতি শুরু করিনি। তবে যে বিষয়ের উপর কাজ, প্রস্তুতি নিতেই হবে। নজরুল সম্পর্কে আমরা সকলে ওয়াকিবহাল। কিছু বইয়ের কথা পরিচালক এবং চিত্রনাট্যকার বলেছেন, সেগুলো পড়তে হবে।’ 
কিঞ্জল ছাড়াও এই ছবিতে বিভিন্ন ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, নলিনীকান্ত সরকার, অর্চিতা স্পর্শিয়া, ফজলুর রহমান বাবু, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চনা মৈত্রের অভিনয় দেখবেন দর্শক। মিউজিক করছেন জয় সরকার। সম্পাদনার দায়িত্বে রয়েছেন অর্ঘ্যকমল মিত্র। 
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা