বিনোদন

বলিউডে ডিএজিং

‘চল্লিশ বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই । তখন আর একচল্লিশ বেয়াল্লিশ হয় না— উনচল্লিশ, আটত্রিশ, সাঁইত্রিশ করে বয়েস নামতে থাকে’— ‘হযবরল’-এর দেশে বয়স বাড়া-কমার এই নিয়ম। কেবল ‘হযবরল’ কেন? সিনে দুনিয়ার কথা বাদ দিলে যে ‘বুধোর বুদ্ধি’ নামক কটাক্ষের মুখে পড়তে হতে পারে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রতিদিন প্রিয় তারকার চেনা মুখ আপনার মুঠো ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বয়সের ছাপ তাতে স্পষ্ট। কিন্তু আচমকা সিনেমার পর্দায় দেখলেন, কোথায় বয়স? এ তো যুবক! উধো বুড়ো তখন প্রশ্ন করতে পারেন, ‘বাড়তি না কমতি?’ আপনি হেসে বলে দেবেন, ‘ডিএজিংয়ের কেরামতি।’ 
‘কল্কি ২৮৯৮ এডি’। সদ্য প্রকাশিত টিজার। অশ্বত্থামার চরিত্রে অমিতাভ বচ্চন। দু’টি বয়স। দু’টি সময়কাল। ৮১ বছরের অভিনেতা ফুটিয়ে তুলছেন পর্দায়। প্রবীণ চরিত্রে বিগবিকে মেনে নিয়েছেন দর্শক। প্রশ্ন জাগাচ্ছে রণসজ্জায় সজ্জিত যুবক অশ্বত্থামার বেশ। চর্চা হচ্ছে এই লুক নিয়ে। বিস্মিত হচ্ছেন দর্শক। ঠিক যেন আটের দশকের অমিতাভকে পর্দায় দেখছেন। অন্য কোনও অভিনেতা? না, অন্য কেউ নন। শাহেনশা স্বয়ং অভিনয় করেছেন ওই দৃশ্যে। কীভাবে? এখানেই লুকিয়ে উত্তর, ডিএজিং। কম্পিউটারের সাহায্যে বয়স কমানোর প্রযুক্তিভিত্তিক প্রক্রিয়া। 
ফ্ল্যাশব্যাক দৃশ্যে এই প্রযুক্তি বহুল ব্যবহৃত। হলিউডের একাধিক ক্লাসিক ছবিতে ব্যবহার হয়েছে। আর বলিউডে? অবশ্যই হয়েছে। বলিউডের তিন খানই তাঁদের ছবিতে এই প্রক্রিয়ার সাহায্য নিয়েছেন। ২০২২ সালে করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে আমির খান তো নিজেই স্বীকার করেছিলেন পর্দায় ডিএজিং প্রক্রিয়ার সাহায্য নিয়েছিলেন তিনি। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। কেবল আমির একা নন, সে ছবিতে তাঁর নায়িকা করিনা কাপুর খানেরও বয়স কমানো হয়েছিল। নেপথ্যে ডিএজিং। ‘লাল সিং চাড্ডা’ ছাড়াও ‘পিকে’ ছবিতে প্রযুক্তির সাহায্য নিয়ে আমিরের বয়স নাকি কমানো হয়েছিল। 
গত বছর শাহরুখ খান অভিনীত ছবি ‘ডাঙ্কি’র কথা নিশ্চয়ই মনে আছে। তাপসী পান্নুর সঙ্গে পর্দায় তাঁর রসায়ন দর্শক পছন্দ করেছিলেন। তাঁদের বয়সের ফারাক পর্দায় ঘুচল কীভাবে? উত্তর সেই ডিএজিং। সলমন খানের ‘ভারত’  ছবিতেও ব্যবহার হয়েছিল এই প্রক্রিয়া।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা