বিনোদন

রহমানকে খোঁচা রামগোপালের

• ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির ‘জয় হো’ গানের জন্য অস্কার পেয়েছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। কিন্তু বলিউড পরিচালক রামগোপাল ভার্মা দাবি করলেন, গানটির সুর নাকি করেননি রহমান। বরং গানটিতে সুর দিয়েছিলেন সুখবিন্দর সিং। তাঁর ক্রেডিট চুরি করেই অস্কার পেয়েছেন রহমান। আচমকা এই স্বনামধন্য পরিচালকের এমন দাবিতে বিতর্ক তৈরি হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রামগোপাল দাবি করেছিলেন, সুভাষ ঘাই পরিচালিত ‘যুবরাজ’ ছবির জন্য একটি গান তৈরি করার কথা ছিল রহমানের। তখন নাকি লন্ডনে ছিলেন রহমান। সুভাষ প্রচণ্ড তাড়া দিচ্ছিলেন। এ কারণে সুখবিন্দরকে রহমান নির্দেশ দেন গানটিতে সুর দেওয়ার। পরবর্তী সময়ে সুভাষ ঘাই যখন জানতে পারেন গানটির সুর দিয়েছেন সুখবিন্দর, তিনি স্বভাবতই রেগে যান। গানটি ছবিতে ব্যবহার করেননি পরিচালক। তাঁদের সম্পর্কও সে সময় তলানিতে এসে ঠেকে। তারপর ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে ওই গানটিই ব্যবহার করা হয়। এই গানটির জন্যই সুরকার হিসেবে অস্কার পান রহমান। যাবতীয় বিতর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি সুভাষ বা রহমান। প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যি যদি এমনটা হয়ে থাকে তাহলে এত বছর কেন চুপ ছিলেন রামগোপাল? অবশ্য, ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবিতে ‘জয় হো’ গানটি গেয়েছেন সুখবিন্দর সিং, তনভি শাহ, মহালক্ষ্মী আইয়ার ও বিজয় প্রকাশ।
যদিও বিতর্কের এই আবহে মুখ খুলেছেন সুখবিন্দর। রামগোপালের সমস্ত দাবি খারিজ করে দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘রামগোপাল অত্যন্ত উচ্চমানের পরিচালক। কিন্তু তাঁর কাছে এ বিষয়ে ভুল খবর রয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘জয় হো গানটি আমি গেয়েছিলাম ঠিকই। কিন্তু সুর করেছিলেন রহমানই।’ ‘পিপ্পা’ ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানের সুরবিকৃতি হোক বা এআই দিয়ে গান তৈরি—  সাম্প্রতিক অতীতে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রহমান। এই পরিস্থিতিতে রামগোপালের নতুন দাবি ঘিরে ফের বিতর্কে জড়ালেন বিখ্যাত সুরকার। তবে, অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এই ঘটনায় মুখ খোলেন কি না সেটাই দেখার।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা