বিনোদন

কাকভোরে সলমনের বাড়ির বাইরে চলল গুলি! চাঞ্চল্য মুম্বইতে

মুম্বই, ১৪ এপ্রিল: কাকভোরেই সলমন খানের বান্দ্রার বাড়ির বাইরে চলল গুলি। চাঞ্চল্য এলাকায়। আর এই ঘটনার দায় স্বীকার করে পাল্টা অভিনেতাকে হুমকি দিলেন গ্যাংস্টার লরেষ্ণ বিষ্ণোইয়ের ভাই আনমল। পুলিসের খাতায় ওয়ান্টেড থাকা আনমল এই মুহূর্তে আমেরিকায় গা ঢাকা দিয়ে রয়েছে। কিন্তু আজ, রবিবার এই হামলাকে ট্রেলার বলে সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় সলমনকে সাবধান করেছেন তিনি। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের পর থেকেই লাগাতার হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান। এমনকী আগে বিষ্ণোই গ্যাংয়ের হামলার হাত থেকে পেয়েছেন রক্ষাও। যার ফলে সলমনকে মহারাষ্ট্র সরকার দিয়েছে বাড়তি নিরাপত্তা। তবুও তার মাঝেই ঘটে গেল বিপত্তি। সলমনের বাড়ির বাইরে গুলি চলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সলমনের বাড়ি বান্দ্রার হাইপ্রোফাইল এলাকায়। সেখানে এই ধরনের ঘটনা ঘটায় সিন্ধে সরকারকে আক্রমণ করেছেন শিবসেনা (উদ্ধব থ্যাকারে পন্থী) নেতা সঞ্জয় রাউত। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে দু’জন দুষ্কৃতী বাইকে করে গিয়ে সলমনের বাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়েন। যার মধ্যে একটি গুলি লেগেছে সলমনের বাড়ির প্রথম তলার দেওয়ালে। তারপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও ফরেন্সিক টিম।  হতাহতের ঘটনা ঘটেনি। তবে সলমনের মতো ভিভিআইপির বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত ওই এলাকার মানুষ। এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বলিউডের ভাইজান। তবে তাঁর বাড়ির বাইরে নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে মুম্বই পুলিসের তরফে। গোটা পরিস্থিতি নিয়ে সলমনের সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা