বিনোদন

বলিউডে গাইড করার কেউ নেই: যতীন

নতুন শহর, নতুন চ্যালেঞ্জ। হাসি মুখে মেনে নিয়েছেন অভিনেতা যতীন গোস্বামী। সে কারণেই বলিউডে ভিড়ের মাঝেও হারিয়ে যাননি তিনি। সম্প্রতি আরবাজ খান প্রযোজিত ‘পাটনা শুক্লা’ ছবিতে এক রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছেন যতীন। ডিজনি প্লাস হটস্টার-এর এই ছবিতে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে যতীন বলেন, ‘এমন একটি ছবির সঙ্গে যুক্ত হয়ে আমি রীতিমতো উত্তেজিত। আমি এক উদীয়মান রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছি। মূলত এই ছবিটি কোর্টরুম ড্রামার উপর ভিত্তি করে তৈরি।’ 
এই ছবির মূল চরিত্রে রয়েছেন রবিনা ট্যান্ডন। রবিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? অভিনেতা বলেন, ‘আমরা একসঙ্গে ওয়ার্কশপ করেছি। উনি নিজের কাজের প্রতি অত্যন্ত ফোকাস, আর খুবই পেশাদার। সেটে আমরা দু’জনেই নিজেদের প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে বোঝাপড়া দুর্দান্ত ছিল। আমরা খুবই উপভোগ করেছি।’ 
‘পাটনা শুক্লা’ ছবির অন্যতম সম্পদ সতীশ কৌশিক। প্রয়াত এই পরিচালক তথা অভিনেতার প্রসঙ্গ উঠতে একটু আনমনা হয়ে যতীন বলেন, ‘ওঁর সঙ্গে আমার অজস্র স্মৃতি রয়েছে। আমরা শুধুই সেটে নয়, সেটের বাইরেও অনেক সময় কাটিয়েছি। প্রচুর আড্ডা মেরেছি। উনি দুর্দান্ত মানুষ ছিলেন।’
‘গুলমোহর’, ‘বাবুমশাই বন্দুকবাজ’ সহ আরও অনেক ছবি এবং সিরিজে যতীনকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন দর্শক। ছবি নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়কে গুরুত্ব দেন? যতীনের জবাব, ‘প্রথমে গল্পটা কেমন সেটা দেখি। গল্প শোনার পর মনে হয় চরিত্রটা আকর্ষণীয় হওয়া প্রয়োজন। আর দেখি ছবিটার পরিচালক কে এবং সহঅভিনেতা কারা।’ ওটিটি আসার বড় পর্দার ম্যাজিক ক্রমশ ফিকে হচ্ছে একথা মানতে নারাজ যতীন। তাঁর মতে, ‘বড় পর্দার জাদু সব সময় অব্যাহত থাকবে।’
মুম্বইয়ের মতো শহরে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ মোটেও সহজ ছিল না বলে মনে করেন যতীন। তাঁর কথায়, ‘নতুন শহরে এসে কাজ করা সবসময় চ্যালেঞ্জিং। আর মুম্বইয়ের মতো শহরে একজন আউটসাইডারের জন্য সেটা আরও বড় চ্যালেঞ্জ। এই ইন্ডাস্ট্রিতে আমার কেউ পরিচিত নেই। আমাকে গাইড করার মতো কেউ ছিলেন না। সবমিলিয়ে কঠিন ছিল এই পথ। তবে মুম্বইয়ে কাজ করার মধ্যে এক আলাদা মজা আছে। আমি এই কঠিন পথের মাঝেই মজা খুঁজে নিয়েছি।’
দেবারতি ভট্টাচার্য, মুম্বই
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা