বিনোদন

নেতিবাচক জিনিস থেকে দূরে থাকছি

ইয়ামি গৌতমের কেরিয়ারে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আর্টিকেল ৩৭০’ ছবিটি স্পেশাল। ইয়ামির স্বামী আদিত্য ধরের প্রথম প্রযোজিত ছবি এটি। আর এই ছবির শ্যুটিংয়ের সময়ই প্রথম মাতৃত্বের কথা জানতে পারেন নায়িকা। এবার সে অভিজ্ঞতাই ভাগ করে নিলেন।
অফুরান ভালোবাসা
‘আর্টিকেল ৩৭০’ মুক্তির আগে চিন্তায় ছিলেন ইয়ামি। কিন্তু মুক্তির পর দর্শকের ভালোবাসা তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে। তাঁর কথায়, ‘অনেকে বলেছিলেন এই ছবি দর্শকের ভালো লাগবে না। আজ আমাদের ছবিকে সকলে এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’ 
কঠিন পথ
পর্দায় ‘জুনি হকসর’ হয়ে ওঠা ইয়ামির জন্য মোটেও সহজ ছিল না। ‘চিত্রনাট্য পড়েই বুঝতে পেরেছিলাম যে এই সফর আমার জন্য কঠিন হবে। সত্যি বলতে ট্রেনিংয়ের সময় মনে হচ্ছিল প্রাণ বেরিয়ে যাবে। তবে দারুণ মজা পেয়েছিলাম। অস্ত্র নিয়ে ট্রেনিংয়ের পাশাপাশি নানান শারীরিক ট্রেনিং আমাকে নিতে হয়েছিল। ওজন কমিয়েছিলাম। শুধু শারীরিক নয়, মানসিক ভাবেও এই পথ বেশ কঠিন ছিল’, স্মৃতিচারণ করলেন ইয়ামি।
ভারসাম্য বজায়
এই ছবির শ্যুটিংয়ের শেষ পথে ইয়ামি জানতে পারেন যে, তিনি মা হতে চলেছেন। হবু মা উজ্জ্বল হেসে বলেন, ‘এই পর্যায়ের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করছি। এখন সময়মতো পেট ভরে খাচ্ছি। নেতিবাচক জিনিস থেকে নিজেকে দূরে রাখছি। হালকা মেজাজে থাকার চেষ্টা করছি। আগামী দিনে সন্তানের দেখভালের পাশাপাশি নিজের কাজ চালিয়ে যাব। আমি আমার মা-কে সব দিকের ভারসাম্য বজায় রেখে চলতে দেখেছি। আমিও সে চেষ্টাই করব।’
কেয়ারিং
পরিচালক তথা প্রযোজক আদিত্য ধরের স্ত্রী হিসাবে ইয়ামি গর্বিত। একথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। জীবনের এই বিশেষ সময়ে আদিত্য পেশাগত দায়িত্ব সামলে তাঁকে পুরোপুরি সময় দিচ্ছেন বলে জানালেন। অভিনেত্রী বলেন, ‘আমাদের সন্তান আসছে বলে আদিত্য আমার দেখভাল করছে, তা নয়। ও সবসময় আমার কেয়ার নেয়। তাই আমার জন্য এটা নতুন কিছু নয়। আমাদের বিয়ের তিন বছর পার হয়ে গিয়েছে। কিন্তু মনে হচ্ছে এই তো, গতকালই বিয়ে করলাম।’ 
দেবারতি ভট্টাচার্য, মুম্বই
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা