বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

পারিশ্রমিক দিয়ে দেবেন প্লিজ: সৌরভ

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন কার্যত সৌরভময়। দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হলেন অভিনেতা সৌরভ শুক্ল। তারপর বিকেল চারটেতে শুরু করলেন মাস্টারক্লাস। শিশির মঞ্চ প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়ে সিনেপ্রেমীরা মুগ্ধ হয়ে চেয়ে রইলেন ‘বরফি’র ‘ইনস্পেক্টর দত্ত’র দিকে। 
কখনও নিজের ছোটবেলা, কখনও চলচ্চিত্র বিষয়ক অভিজ্ঞতা আবার কখনও ফিল্ম ছাত্রদের হাতে ধরে শেখালেন সৌরভ। টিপস দেওয়ার পর রসিকতা করে বললেন, ‘পারিশ্রমিক দিয়ে দেবেন প্লিজ’। ‘সত্ত্বা’, ‘জলি এলএলবি’ কিংবা যে কোনও ছবি— একটা চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কতটা সময় লাগে? উত্তরে দেওয়ার আগে একটু থেমে বললেন, ‘এক লাইনে উত্তর দেওয়া যায় না।’ ৩৫ বছর। সৌরভ বোঝালেন, প্রতিটা চরিত্রের পিছনেই রয়েছে ৩৫ বছরের পরিশ্রম, অভিজ্ঞতা রয়েছে। তারপর কিছুটা পড়াশোনা করতে হয়। কথায় কথায় ফিরে গিয়েছিলেন তাঁর ছেলেবেলায়। মা ছিলেন বাঙালি আর বাবা লখনউয়ের মানুষ। সৌরভের স্পষ্ট বক্তব্য, ‘আমি আমার মায়ের খাদ্যাভ্যাস নিয়েছি আর বাবার ভাষা।’ ভাত, ডাল, শুক্তো, চচ্চড়ি তাঁর প্রিয়। বাবা-মা দু’জনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তাই মা সকালে বেরনোর সময় ডিম, আলু সেদ্ধ আর ভাত করে যেতেন। সেটা গরম করে খেতেন সৌরভ। পরে মুম্বইয়ে আসার পর তিগমাংশু ধুলিয়া আর মনোজ বাজপেয়ীকেও ওই সেদ্ধ ভাত রেঁধে খাইয়েছিলেন তিনি। 
মাস্টারক্লাস পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক অরিন্দম শীল। সৌরভ বলেন, ‘এখন অনেকে বলে ওই অভিনেতা ফিল্মের, একজন ওটিটির, একজন থিয়েটারের। কিন্তু এসবে আমি বিশ্বাস করি না। যে অভিনেতা যে মাধ্যমটা বোঝেন, তিনি সেই মাধ্যমে ভালো কাজ করতে পারেন।’ নতুন অভিনেতাদের প্রতি সৌরভের পরামর্শ, ‘সংলাপ মুখস্থ করার কোনও দরকার নেই। ছবির ভাবনা বোঝা দরকার।’ বাণিজ্যিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, ‘অনেকেই বাণিজ্যিক ছবিতে উচ্চকিত অভিনয় করতে বলেন। তার ফলে অভিনেতার অবস্থা খারাপ হয়ে যায়।’ শ্রোতারা পাল্টা প্রশ্ন করেন, এর জন্য তো দায়ী তাহলে পরিচালকরাই? সৌরভের উত্তর, ‘দায়ী আপনারা। আপনারা হলে গিয়ে ছবিটা হিট করান।’ 
শ্রোতাদের মধ্যেই এক তরুণ সৌরভকে প্রশ্ন করেন, একজন অভিনেতার প্রতিদিনের রুটিন কী হওয়া উচিত? অভিনেতার স্পষ্ট জবাব, ‘নিজেই নিজের রুটিন ঠিক করতে হবে। যখন পড়াশোনা-চাকরির মতো গতনুগতিকত জীবন ছেড়ে অভিনয় করতে এসেছি, তাহলে আবার রুটিন কী?’ তাহলে কি নিয়ম থাকবে না? সৌরভ কিন্তু সেকথা বলছেন না। তাঁর মতে, নিয়ম অবশ্যই থাকবে। সেটা নিজেকেই ঠিক করতে হবে। সব শেষে সৌরভ প্রেক্ষাগৃহের দর্শকদের সঙ্গে নিজের স্ত্রী, শ্বশুর, শাশুড়ির সঙ্গেও আলাপ করে দিলেন। বললেন, ‘আমার কিছু লুকনোর নেই। সকলে এসেছেন।’
সোহম কর

9th     December,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ