বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

‘নোংরা রাজনীতির স্বীকার হয়েছিলাম,’
বলিউড ছাড়া প্রসঙ্গে মন্তব্য প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, ২৮ মার্চ: হলিউডে পাকাপাকি ভাবে নিজের একটা জায়গা করে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর হাতে একাধিক কাজ। কিন্তু বলিউডে চুটিয়ে কাজ করতে করতে কেন আচমকাই হলিউডে পাড়ি দেন ‘পিগি চোপস’। প্রিয়াঙ্কার হলিউড পাড়ি নিয়ে নানা কানাঘুষো শোনা যেত। অনেকেই বলতেন প্রিয়াঙ্কা বোধহয় লবির স্বীকার হয়েছেন। এতদিন এই বিষয়গুলি নিয়ে মুখে কুলুপ এটেছিলেন ‘দেশি গার্ল’। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়গুলি নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। আর তাতেই রীতিমতো বোমা ফাটিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাকে ক্রমাগত কোণঠাসা করা হচ্ছিল। আমাকে কেউ কাজে নিতে চাইছিল না। ছবি থেকে বাদ দেওয়া নিয়েও নানা পরিকল্পনা করা হচ্ছিল আমার বিরুদ্ধে। আমি এই বিষয়গুলির সঙ্গে অভ্যস্ত ছিলাম না। এই ধরনের নোংরা রাজনীতির শিকার হতে হতে ক্লান্ত হয়ে যাই। আমার কোথাও যেন একটা বিরতির প্রয়োজন ছিল। তখন একটি মিউজিক ভিডিওতে অভিনয় করি।’ প্রিয়াঙ্কা জানিয়েছেন, সেই মিউজিক ভিডিও দেখেই তাঁর ম্যানেজার তাঁকে বিদেশে কাজ করার পরামর্শ দেন। এরপরই একাধিক মিউজিক ভিডিও এবং টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’-তে কাজ করে হলিউডে নিজের পরিচয় গড়ে তোলেন প্রিয়াঙ্কা। তারপর আর ফিরে তাকাতে হয়নি ‘পিগি চোপস’কে। হলিউডে একাধিক কাজের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার প্রমান দিয়েছেন তিনি। এদিকে প্রিয়াঙ্কার সাক্ষাৎকার আগুনের মতো ছড়িয়ে পড়তেই টুইটারে ফের মুখ খুলেছেন বলিউডের বিদ্রোহী নায়িকা কঙ্গনা রানাওয়াত। তিনি টুইট করে লিখেছেন, ‘বলিউড সর্ম্পকে এটাই বলার ছিল প্রিয়াঙ্কার। কিছু মানুষ তাঁকে তাড়াতে দল বেঁধেছিল। একপ্রকার বাধ্য হয়েই বলিউড ছাড়েন তিনি। সবাই জানে এর পিছনে রয়েছেন করণ জোহার।’

28th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ