বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অনুপমের বিচার

‘বিচার’ নিয়ে শ্রোতার দরবারে হাজির সঙ্গীতশিল্পী অনুপম রায়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর আসন্ন অ্যালবাম ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’-এর তৃতীয় গান ‘বিচার’। সত্যিই কি বিচার আছে, নাকি তা আইনের বইতেই সীমাবদ্ধ? এ প্রশ্নই তুলেছেন শিল্পী। অনুপম বললেন, ‘এই অ্যালবামের মূল বিষয় হল ইলিউশন। আছে অথচ নেই, এরকম বিভিন্ন জিনিস নিয়ে গান তৈরি হয়েছে। এটা আমাদের বিচারব্যবস্থা নিয়ে একটা গান। অনেক আইন বইতে লেখা থাকে। মানুষ সে সম্পর্কে জানেই না। যদি জানতেও পারে, তার প্রয়োগ করা হয় কি না, তা ঠিক নেই। আমি দেশের নারী সুরক্ষা নিয়েই বলতে পারি। অনেক আইন আছে, কিন্তু দেশের বহু নারী সেই আইন সম্পর্কে অবগত নন। অবগত হলেও প্রয়োগ করতে পারেন না। আমরা এরকম চারপাশে দেখতে পাই।’ অরিজিনাল গান এত মানুষের মধ্যে সাড়া ফেলেছে এ ঘটনা আনন্দ দিয়েছে তাঁকে। ‘বিচারের মতো গান আমার মনে হয় না কোনও ছবিতে ব্যবহার করা যাবে। এগুলো স্বাধীন গান হিসেবেই আসবে’, বললেন তিনি। 

28th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ