বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

মন খারাপের ওষুধ

অসুস্থ হলে চিকিৎসক আছেন। কিন্তু সে অসুখ শরীরের নয় মনের? মনের আবার অসুখ হয় নাকি! উত্তর হল, হয়। কিন্তু তা এখনও মেনে নিতে অসুবিধে সমাজের অনেকাংশের। মানসিক সমস্যা হলে মনোবিদের কাছে যাওয়াকে এখনও বাঁকা চোখেই যেন দেখা হয়। সেই ধারণাকে ভাঙছে মৌ। ওরফে অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। সৌজন্যে তাঁর কেরিয়ারের দ্বিতীয় ধারাবাহিক ‘মেয়েবেলা’। 
পরিবারের মধ্যে কোনও শিশু শারীরিক নির্যাতনের শিকার হলে তা এখনও ধামাচাপা দেওয়ার চেষ্টাই হয় বহুলাংশে। পারিবারিক সম্মান নিয়ে ভাবনাচিন্তা করতে গিয়েই অন্ধকার হয়ে যায় শৈশব। কিন্তু তারও প্রতিবাদের প্রয়োজন রয়েছে, তা দেখাচ্ছে এই ধারাবাহিক। স্বীকৃতি বললেন, ‘ডিপ্রেশন, স্ট্রেস খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এখনও এটা সোশ্যাল ট্যাবু। কেউ যদি বলেন ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, সেটা নিন্দের কারণ হয়ে যায়। মানসিক সমস্যা হলে তার চিকিৎসা করতে সমস্যা কোথায়? ডিপ্রেশনে মানুষ আত্মহননের পথও বেছে নিতে পারে। ফলে চিকিৎসা জরুরি। এটা যে আমরা দেখাতে পারছি এটা বড় ব্যাপার।’
ধারাবাহিকে মৌ মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনার পর পরিবারেরই একজনের চিকিৎসা করতে এগিয়ে যায়। মানসিক সমস্যায় চিকিৎসার প্রয়োজনের কথাই তুলে ধরছে এই ধারাবাহিক। 

27th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ