বিনোদন

কেউ ঝুঁকি নিতে চান না

শামা ভগত, মুম্বই: বলিউড ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেলেছেন ইয়ামি গৌতম। যে কোনও কাজে রাজি হওয়ার আগে চিত্রনাট্য পড়েন বারবার। চরিত্র বুঝে নেন মন দিয়ে। বিপরীতে ইন্ডাস্ট্রির নতুন কোনও সদস্য থাকলেও কোনও সমস্যা নেই ইয়ামির। বরং চিত্রনাট্যই তাঁর কাছে আসল হিরো। ঠিক যেমন ‘চোর নিকালকে ভাগা’। আগামী ২৪ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। ইয়ামির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন বলি পাড়ার তথাকথিত নতুন সদস্য সানি কৌশল। ব্যক্তি সম্পর্কে তিনি অভিনেতা ভিকি কৌশলের ভাই।
নতুন জুটির বাস্তব জীবনের রসায়ন কেমন জমল? প্রশ্নের উত্তরে ইয়ামি এবং সানি হেসে বলেন, ‘আমরা আলাদা করে কথা বলার সময় পাইনি। অবসরের অবকাশ ছিল না। কাজের মধ্যে থাকতে হয়েছে প্রতি মুহূর্তে। গল্পটা খুব ঘটনাবহুল। তাই সেটেও সবসময় কিছু না কিছু ঘটত।’ 
এর আগে ভিকি কৌশলের সঙ্গে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়ামি। এবার তাঁর ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত অভিনেত্রী। তিনি বলেন, ‘সানি ও ভিকি দু’জনেই খুব ভালো। বুদ্ধিমান ও সিরিয়াস অভিনেতা। একজন ভালো সহঅভিনেতার থেকে যা কিছু আশা করা যায়, দু’জনের মধ্যে সব বৈশিষ্ট্যই রয়েছে। একজন ভালো অভিনেতা বিপরীতে থাকা মানুষটির জন্য কাজটা অনেক সহজ করে দেয়। সানি ও ভিকি দু’জনেই সেটা করেছে। পাঞ্জাবি গানের প্রতি ওদের প্রচণ্ড আগ্রহ।’ আবার ইয়ামির সঙ্গে স্ক্রিন শেয়ার করে খুশি সানিও। তাঁর কথায়, ‘ইয়ামি খুব স্পোর্টি। আমার জন্মদিনের দিন ছবির চিত্রনাট্য পড়া হয়েছিল। ইয়ামি প্রতি মুহূর্তে কিছু না কিছু ইনপুট দিচ্ছিল। আমি সবই নোট করে রেখেছিলাম।’ 
প্রেক্ষাগৃহে ছবি মুক্তির উচ্ছ্বাসটাই যে আলাদা তা স্বীকার করে নিয়েছেন দুই শিল্পীই। তাঁরা বলেন, ‘বড়পর্দায় ছবি মুক্তি পাওয়া সব অভিনেতার কাছেই স্বপ্ন। তবে এখন সময় বদলেছে। প্রযোজক যেমন চাইবেন তেমনই হবে। বাজেটের কথা ভাবতে হয়। কেউই ছবির ব্যাপারে ঝুঁকি নিতে চান না।’ 
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা