বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

টিভিতে জনপ্রিয়তা বুঝেছি

হিন্দু স্কুলে পড়াশোনা। উচ্চমাধ্যমিকের পর হাওড়ার ‘নটধা’ দলে থিয়েটারের হাতেখড়ি। স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে তাঁর কাছে ছিল আগে ছুটি। থিয়েটারে কী হয়, সেই কৌতূহল থেকে দেখতে গিয়েছিলেন। তারপর ভালো লেগে গেল। ‘আমি অভিনয়ের কিছু জানতাম না। আজ যেটুকু জানি তার সম্পূর্ণ কৃতিত্ব অর্ণ মুখোপাধ্যায়ের’, বলছিলেন অর্পণ ঘোষাল। টেলিভিশনের পর্দায় ‘মেয়েবেলা’ ধারাবাহিকে যাঁকে ‘নির্ঝর’ হিসেবে আপনি চেনেন।  
‘হস্টেল ডেজ’, ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে অর্পণের কাজ প্রশংসিত হয়েছিল। কেরিয়ারের দ্বিতীয় ধারাবাহিক ‘মেয়েবেলা’। কীভাবে সুযোগ এসেছিল? অর্পণ বললেন, ‘দেবিকা মুখোপাধ্যায় যিনি ক্রিয়েটিভ বিষয়টা দেখছেন, ওঁর কাছেই গল্পটা প্রথম শুনি। টেলিভিশনে যত সময় যায়, তত অন্যদের চরিত্র, নিজের চরিত্র বোঝা যায়। আমি যে অভিনয়টা করতে চেয়েছি তার ২০ শতাংশ হয়তো অ্যাচিভ করতে পেরেছি। এখনও পর্যন্ত যদি কোনও প্রশংসা হয়ে থাকে তার কৃতিত্ব আমার টিমের।’
টেলিভিশনের কাজে কী শিখলেন? স্পষ্ট বললেন, ‘টেলিভিশন না করলে জানতে পারতাম না ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা রয়েছে। এর আগে যে ধারাবাহিক করেছিলাম সেখানে ওয়ান শট যেত। এখানে ক্লোজ শট হয়। ছোট শট বেশি হয়। এই টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক শিখছি। পরিশ্রম মনে হলে কাজ করতে ইচ্ছে করে না। কিন্তু আমি এনজয় করছি।’
বছর ৩০-এর অভিনেতা সামাজিক দৃষ্টিভঙ্গির বদল মেনে নিয়ে বললেন, ‘এখন মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বদলেছে। আগে পাড়ায় কেউ থিয়েটার বা আবৃত্তি করে জানলে আমরা সম্ভ্রমের চোখে দেখতাম। এখন অর্থ এবং সাফল্যের মাপকাঠিতে বিচার করা হয়। আজ যদি আমি ওয়েব সিরিজগুলো বা টেলিভিশন ধারাবাহিক না করতাম তাহলে আমার বাড়ির লোকই হয়তো মনে করতো না আমি ভালো অভিনেতা।’ 

22nd     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ