বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

সিনেমার চেয়ে বড় কিছু নেই

‘ভিড়’-এর মুক্তি আসন্ন। কলকাতায় এসে সাক্ষাৎকার দিলেন রাজকুমার রাও। মুখোমুখি সুদীপ্ত রায়চৌধুরী।  
 
আপনার স্ত্রী পত্রলেখা পাল বাঙালি। ফলে অমিতাভ বচ্চনের পর আপনিও এখন বাংলার জামাই। কোনও বিশেষ অনুভূতি?
কলকাতার শিল্পবোধ, স্থাপত্য আমার ভীষণ প্রিয়। বাঙালি খাবার তো অনবদ্য। আর মানুষ— জবাব নেই। বাংলা সাহিত্য হোক বা সিনেমা আমার মন ছুঁয়ে যায়। অল্পবিস্তর বাংলা কথাও বলতে পারি— এই যেমন কলকাতায় এসে ‘বর্তমান’কে সাক্ষাৎকার দিচ্ছি (হাসি)।

‘ভিড়’ নিয়ে মনে কী ভিড় করছে?
আমি প্রচণ্ড উত্তেজিত। আসলে কাহিনির বিচারে সিনেমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অনুভব সিনহার মতো পরিচালক যখন কোনও ছবি তৈরি করেন, বিষয়টি ভিন্ন মাত্রা পায়। ‘মুলক’, ‘আর্টিকেল ১৫’, ‘থাপ্পড়’-এর মতো সিনেমা তার প্রমাণ। 

ট্রেলার সাদা-কালোয়। দর্শক তো চমকে উঠেছেন!
এটা পরিচালকের মস্তিষ্কপ্রসূত। গতানুগতিক ধারা থেকে একটু অন্য পথে হাঁটতেই এই সিদ্ধান্ত। আর ট্র্যাজেডি তো কখনও রঙিন হয় না। সাদা-কালো দুঃখ, বিপর্যয়ের কথা বলে। সুখ রঙিন। 

‘বাধাই দো’র পর ফের ভূমি পেডনেকরের সঙ্গে জুটি। অভিজ্ঞতা কেমন?
আমাদের দারুণ বন্ধুত্ব। ভূমি আসলে আমার পরিবারের মতো। আমি, পত্রলেখা, ভূমি, ওর মা, বোন সবাই মিলে আড্ডাও মারি। আমি ওকে ‘ভাই’ বলি, আর ও আমাকে ‘বোন’।

বলিউডে আপনি নিজের একটা জায়গা তৈরি করেছেন। এই সাফল্যের রহস্য কী?
কোনও রহস্য নেই। আমি যা করি, মন থেকে। কোভিড পর্বে বুঝেছি, পরিস্থিতি কখন কীভাবে বদলে যাবে, তা কেউ বলতে পারে না। তাই মন থেকে যা করতে ভালো লাগে, সেটাই করি। সিনেমা বেছে নেওয়ার সময় নিজের চরিত্রটি সম্পর্কে খুঁটিয়ে পড়ি। যে সব চরিত্রে অনেক শেডস আছে, সেগুলি আমায় সব সময় আকর্ষণ করে। কারণ এই সমস্ত চরিত্রগুলির মধ্যে আবেগ মিশে থাকে।

আপনার কমেডিও অসাধারণ।
(হাসি) ধন্যবাদ। ‘বরেলি’, ‘লুডো’, ‘স্ত্রী’র মতো সিনেমায় আমার চরিত্র সকলের ভালো লেগেছে। কিছুদিন পর ‘গানস অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজ আসছে। সেটাও ক্রাইম কমেডি। ‘স্ত্রী’র দ্বিতীয় পর্বও আসবে।

অমিতাভ বচ্চনের পর স্টার বলতে দর্শক শাহরুখ, আমির, সলমনকে বোঝেন। এখন সবাই অভিনেতা। স্টারডমের ভবিষ্যৎ কী?
আমার মনে হয়, কাহিনিই আসল স্টার। সিনেমারই স্টার হওয়া প্রয়োজন। সিনেমার চেয়ে বড় আর কিছু নেই। 

দক্ষিণ ভারতে এখন ভালো ভালো ছবি হচ্ছে, আপনি কাজ করতে চান?
আমি সব ভাষায় কাজ করতে চাই। মালায়লাম, তামিল, তেলুগু—সব ভাষায় ভালো কাজ হচ্ছে। 

বাংলায়?
কেন নয়! ভালো কোনও পরিচালক যদি মনের মতো চিত্রনাট্য লেখেন, তাহলে অবশ্যই করতে চাই। বাংলায় আমি বেশ স্বচ্ছন্দ। কাজ করতে সুবিধাই হবে। 

21st     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ