বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

অভিনেত্রীর কবি সত্তা

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এ প্রবাদ সত্যি প্রমাণ করলেন অভিনেত্রী চাঁদনী সাহা। ১৬ বছর বয়স থেকে টেলিভিশনে অভিনয় শুরু। ছোট্ট মেয়েটির শ্যুটিংয়েই কেটে যেত দিনভর। স্কুল যাওয়া তেমন হতো না। স্কুলে যা শেখার কথা, তার অনেকটাই শিখেছেন ফ্লোরে। কাজ করতে করতেই ভাষার উপর দখল তৈরি হয়েছে। এবার ঘটল তার প্রতিফলন। চাঁদনি লিখলেন কবিতার বই। রোদরং প্রকাশনা থেকে অভিনেত্রীর প্রথম বই ‘তিন সত্যি’ প্রকাশ পাবে চলতি বইমেলায়। আপনার কবিতার প্রতি ঝোঁকের খবর তো অনেকেই রাখেন না! হেসে চাঁদনী বললেন, ‘ছোট থেকেই লিখতে ভালো লাগে। দিদিকে লিখতে দেখেছি। বাবা মিউজিক করতেন। মা তো সবসময় পাশে থেকেছেন। ১৬ বছর বয়স থেকে স্নেহাশিসদার (চক্রবর্তী) হাত ধরে পাকাপাকি অভিনয় শুরু করি। ওই সময় প্রচুর বাংলা শব্দ জেনেছি। আমার মনে আছে ভালো বাংলা শব্দ জানতাম না বলে স্কুলে সুস্মিতা ম্যাম অনেক বকেছেন। আজ জানলে উনি খুশিই হবেন।’ শক্তি চট্টোপাধ্যায়, নবনীতা দেবসেন, হুমায়ুন আহমেদের লেখা ভালোবাসেন তিনি। জানালেন, সুহৃদ শুভঙ্কর চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণা এই বইয়ের শিরদাঁড়া। কিছুদিন আগেই ‘মাধবীলতা’ ধারাবাহিকের কাজ শেষ করেছেন চাঁদনী। আপাতত নতুন কাজের অপেক্ষা। 
মানসী নাথ

2nd     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ