বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন
 

চলতি বছরে দাদাসাহেব ফালকে সম্মান
পাচ্ছেন অভিনেত্রী আশা পারেখ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর: চলতি বছরের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের ঘোষণায় ব্রাত্য রাখা হয়েছিল দাদাসাহেব ফালকে সম্মান প্রাপকের নাম। আজ, মঙ্গলবার সেই নাম ঘোষণা করেছে কেন্দ্র। চলতি বছরে দাদাসাহেব ফালকে অ্যাওায়ার্ড দেওয়া হচ্ছে বর্ষীয়াণ অভিনেত্রী আশা পারেখকে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সেই কথা ঘোষণা করেছেন। শিশু শিল্পী হিসাবে বলিউড ছবি আশমানে ডেবিউ করেন আশা পারেখ। ১৯৫২ সালে সেই সিনেমা মুক্তি পায়। এছাড়াও দো বাদান, উপকার, কারাভানের মত উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। গতবছরে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়া হয় রজনীকান্তকে। ভারতীয় চলচ্চিত্রের এটি সর্বোচ্চ সম্মান হিসাবে দেখা হয়। এবার সেই সম্মান পাচ্ছেন আশা পারেখ। ১৯৫০ থেকে ১৯৭৩ পর্যন্ত বলিউডে দাপিয়ে কাজ করেছেন আশা পারেখ। ১৯৯২ সালে ভারত সরকারের তরফে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল আশা পারেখকে। এমনকি ভারতীয় সেন্সর বোর্ডের মহিলা চেয়ারপার্সনের দায়িত্বও সামলেছেন তিনি। আশা পারেখে অভিনয় করেছেন, তিসরি মঞ্জিল, বাহারো কে সাপনে, চীরাগ, দিল দেকে দেখো, প্যায়ার কে মোসামের মত উল্লেখযোগ্য সিনেমাতে কাজ করেছেন। শুধুই অভিনয় নয়, পরিচালনাতেও হাতেখড়ি করেছেন আশা পারেখ। ১৯৯৯ সালে শেষ সার আঁখো পার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

27th     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ