খেলা

সবুজ-মেরুন ব্রিগেড ছেড়ে এফসি গোয়ায় কার্ল ম্যাকহাগ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এ যেন বিনা মেঘে বজ্রপাত! সবুজ-মেরুন ব্রিগেডের প্রায় চার বছরের সম্পর্ক শেষ করে এফসি গোয়ায় পাড়ি দিলেন আইরিশ মিডিও কার্ল ম্যাকহাগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা দানা বাঁধে। আর গভীর রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। আসলে জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপাদের যোগদানে কিছুটা হলেও অনিশ্চয়তার দোলাচলে ছিলেন ম্যাকহাগ। বুঝতে পারছিলেন, প্রথম একাদশে তাঁর জায়গা পাকা নয়। তাই মোহন বাগানকে বিদায় জানানোর কথা তিনি কর্তাদের বলেন। নির্ভরযোগ্য ফুটবলারটিকে তাই রিলিজ দিতে দেরি করেনি থিঙ্কট্যাঙ্ক। 
২০১৯ সালে স্কটিশ ক্লাব মাদারওয়েল থেকে তাঁকে সই করিয়েছিল এটিকে। গত মরশুমে আইএসএল জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। এটিকে মোহন বাগানের হয়ে ৬০টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ৩০ বছরের ম্যাকহাগ। মাঝমাঠে ব্লকার হিসেবে অনবদ্য ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি রক্ষণেও নির্ভরতা জুগিয়েছেন। স্টপার ছাড়াও প্রয়োজনে উইং ব্যাকেও তাঁকে ব্যবহার করা হয়েছে। ঠান্ডা মাথায় হার্ড ট্যাকলিংয়ে জুড়ি ছিল না কার্লের। ডেডবল সিচুয়েশনে প্রতিপক্ষের বক্সে নিঃশব্দে উঠে গিয়ে মাথা ছুঁইয়ে গোলও তুলে নিয়েছেন। গত আইএসএলের অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল মোহন বাগান।  এমন ইউটিলিটি ফুটবলার যে কোনও দলের সম্পদ। তবে কোন যুক্তিতে তাঁকে বিদায় জানানো হল? সূত্রের খবর, ম্যানেজমেন্টের কাছে নির্দিষ্ট ম্যাচ টাইম চেয়েছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে তা নিশ্চিত করা সম্ভব নয় কোচ কিংবা কর্তাদের পক্ষে। সমর্থকরা জানতে চাইছেন, এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত। চলতি মরশুমে সবুজ-মেরুনের আপফ্রন্ট ও মাঝমাঠ সত্যিই সোনায় বাঁধানো। কিন্তু রক্ষণের দৃঢ়তা নিয়ে অনেকেই সন্দিহান। মাঝমাঠে অনিরুদ্ধ থাপা বক্স টু বক্স চষে ফেলতে দক্ষ। তবে  টিপিক্যাল ব্লকার তিনি নন। সেক্ষেত্রে গ্লেন মার্টিন্স ও দীপক টাংরির উপর ভরসা করতে হবে স্প্যানিশ কোচকে। রক্ষণে বিদেশি বলতে ব্রেন্ডন হামিল। খাতায়-কলমে অত্যন্ত শ্লথ ফ্লোরেন্তিন পোগবা থাকলেও তাঁকে ধর্তব্যের মধ্যে আনতে চাইছেন না অনুরাগীরা। মাঝমাঠের তুলনায় রক্ষণভাগে বিকল্পও কম। প্রীতম কোটাল সোয়াপ ডিলে কেরলে যোগ দিয়েছেন। আনোয়ার, শুভাশিস বসু, আশিস রাই ছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার এবারের দলে নেই।  কান পাতলে শোনা যাচ্ছে, ডুরান্ড কাপ পোগবার অ্যাসিড টেস্ট। নিজেকে প্রমাণ করতে তিনি ব্যর্থ হলে অপশন খুঁজবে ম্যানেজমেন্ট। নিয়ম অনুযায়ী, ৩১ আগস্ট পর্যন্ত ফিফার ট্রান্সফার উইন্ডো খোলা। সেক্ষেত্রে ফের বিদেশি ডিফেন্ডার রিক্রুটের রাস্তা রয়েছে। তবে ভারতীয় ফুটবলে পরীক্ষিত কার্ল ম্যাকহাগকে ছেড়ে নিঃসন্দেহে ঝুঁকিই নিল মোহন বাগান।
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা