রাজ্য

হলুদ, কালো দাঁত ধবধবে সাদা করার
২ লক্ষের চিকিৎসা এখন বিনামূল্যে!

বিশ্বজিৎ দাস, কলকাতা: হাতে চলে এসেছে ফাইভ জি মোবাইল। কিন্তু চিন্তাভাবনা? এখনও ৫০ বছরের পুরনো। আজও কালো বা হলুদ দাঁত থাকলে বহু মেয়ের বিয়েই হয় না বাংলায়! ভাঙতে থাকে একের পর এক সম্বন্ধ। এমন বহু ঘটনার সাক্ষী রাজ্যের এক নম্বর দন্ত চিকিৎসা প্রতিষ্ঠান আর আহমেদ ডেন্টাল কলেজ। মুশকিল আসানও এসে গিয়েছে এই হাসপাতালেই। যা এসেছে, তা হার মানাবে শহরের ‘পাঁচতারা’ প্রাইভেট ডেন্টাল ক্লিনিকগুলিকেও। হালফ্যাশনের ‘সেরামিক ভিনিয়ারিং’ করে ধবধবে সাদা হচ্ছে হলুদ বা কালো দাঁত। প্রাইভেটে দাঁতপিছু সেরামিক ভিনিয়ারিংয়ের খরচ (চিকিৎসক, টেকনিশিয়ান সবের খরচ মিলিয়ে) কমবেশি ১০ হাজার টাকা। সুন্দর হাসির জন্য বহু ক্ষেত্রেই উপর ও নীচের পাটি মিলিয়ে ১০ করে ২০টি দাঁতের ভিনিয়ারিং করতে হয়। বাইরে খরচ বুঝুন—কমবেশি ২ লাখ। কোথাও তার চেয়েও বেশি। আর আহমেদে সেই কাজই হচ্ছে সম্পূর্ণ নিখরচায়! 
এক সিনিয়র চিকিৎসক হাসতে হাসতে বললেন, ‘শুনতে একটু খারাপ লাগবে হয়তো, এখনও আমরা ‘পহেলে দর্শনধারী ফির গুনবিচারি’-ই রয়ে গিয়েছি। না-হলে কালো দাঁতের জন্য যে মেয়েকে নিয়ে তাঁর বাবা এসে কান্নাকাটি করে গিয়েছেন, ভিনিয়ারিংয়ের পর সেই মেয়ে এখন বিদেশে! সুখে ঘরকন্না করছে।’  
কিন্তু কালো বা হলুদ দাঁতের কারণ কী? চিকিৎসকরা জানিয়েছেন, বহু ক্ষেত্রেই কারণ জিনগত। আর আহমেদ ডেন্টাল কলেজের কনজারভেটিভ ডেন্টিস্ট্রির প্রধান ডাঃ হরিদাস অধিকারী বলেন, ‘রোগিণী ও তাঁদের পরিবারের কাছে খোঁজখবর করে আমরা বংশলতিকা ধরে দেখেছি, কালো বা হলুদ দাঁতের সূত্র রয়েছে তাঁদের পিতামহ বা প্রপিতামহ থেকেই। পাঁচজন কন্যাসন্তানের মধ্যে হয়তো দেখা যাচ্ছে দু’জনের এই সমস্যা। আবার তিনজন পুত্রসন্তানের মধ্যে এক বা দু’জনের।’ 
কিন্তু রোগটা আসলে কী? চিকিৎসকরা জানান, প্রধানত চারভাগে ভাগ করা যায় এই সমস্যাকে। অ্যামিলোজেনেসিস ইমপারফেক্টা, ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টা, ফ্লুরোসিস ও মালবেরি মোলার। গর্ভবতী মা টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ খেলেও দাঁতে তার উপাদান জমতে থাকে। আবার ফ্লোরাইড কবলিত এলাকায় জলপান করেও হতে পারে। 
চিকিৎসকরা জানাচ্ছেন, দু’টো সিটিংয়েই সেরামিক ভিনিয়ারিং সম্ভব। কীভাবে? কালো বা হলুদ যে-ক’টি দাঁতের সেরামিক ভিনিয়ারিং হবে, সেগুলির এনামেল বা বাইরের অংশ থেকে ০.৬-১ মিমি অংশ তুলে ফেলা হয়। তারপর রবার জাতীয় জিনিস দিয়ে ছাঁচ নেওয়া হয়। সেই ছাঁচ থেকে ক্যাডক্যাম মেশিনের সাহায্যে সেরামিক দিয়ে দাঁতের উপরের অংশ তৈরি হয়ে যায়। প্রতিটি সেরামিকের অংশ রেজিম সিমেন্ট (অত্যন্ত দামি) দিয়ে জুড়ে দেওয়া হয় দাঁতের সেই শূন্যস্থানে। ব্যস, রোগিণীর হাসি তারপর বিপাশা বসু বা মাধুরী দীক্ষিতের!
31Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৭ টাকা৮৫.৮১ টাকা
পাউন্ড১০৫.৯১ টাকা১০৯.৬৫ টাকা
ইউরো৮৭.৬৫ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা