রাজ্য

কেন্দ্রের বঞ্চনা রেশনে রাজ্যের ১৩ হাজার কোটি অধরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের চাপানো সব শর্ত মেনে নিয়েছে রাজ্য। তারপরেও রেশনের চালের জন্য দু’টি আর্থিক বছরে রাজ্যের প্রাপ্য প্রায় ১৩ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। এই অবস্থায় নিজস্ব তহবিল থেকে খরচ করে চাষিদের কাছ থেকে ধান কেনার দাম মেটাতে হচ্ছে রাজ্যকে। ব্যাহত হচ্ছে অন্যান্য উন্নয়নমূলক কাজ। চিঠি দিয়েও কেন্দ্রীয় সরকারের কোনও সাড়া মেলেনি। ফলে বকেয়া টাকা কবে পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কি না, তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।
কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ করার জন্য ২০২৩ সালে ‘জাস্ট ইন টাইম’ নামে বিশেষ ব্যবস্থা চালু করে মোদি সরকার। মোট ১৩ দফা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয় রাজ্যগুলিকে। প্রতিটি কেন্দ্রীয় প্রকল্পের জন্য সংশ্লিষ্ট মন্ত্রককে রিজার্ভ ব্যাঙ্কে বিশেষ অ্যাকাউন্ট খুলতে বলা হয়। কোনও প্রকল্পের জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করলে সেখানে তা জমা পড়বে। সেই সঙ্গে প্রতিটি প্রকল্পের জন্য রাজ্য সরকারকে ‘সিঙ্গল নোডাল এজেন্সি’ চালু করে রিজার্ভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ এসে জমা হবে সেখানে। রাজ্যের এক শীর্ষকর্তা জানান, ‘জাস্ট ইন টাইম’ ব্যবস্থা অনেক আগেই তাঁরা চালু করেছেন। কেন্দ্রের কথা মতো ‘লোগো’ ব্যবহার সহ বাকি নির্দেশগুলি অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা মাস দু’য়েক আগে কেন্দ্রকে লিখিতভাবে জানিয়ে দিয়েছে নবান্ন। তারপরও টাকা না আসায় কেন্দ্রীয় বঞ্চনার তত্ত্বই প্রতিষ্ঠিত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা