দেশ

কাঠুয়ায় বাড়িতে আগুন, মৃত্যু অবসরপ্রাপ্ত ডিএসপি-সহ ৬ জনের

শ্রীনগর, ১৮ ডিসেম্বর: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দু’জন শিশু সহ মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত ডিএসপিও। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চারজন। আজ, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে কাঠুয়ার শিব নগর এলাকার একটি বাড়িতে। স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর আড়াইটা নাগাদ ওই বাড়িতে আগুন লেগেছে দেখতে পান এলাকাবাসীরা। ততক্ষণে ধোঁয়ায় এলাকা ছেয়ে গিয়েছে। আগুন নেভাতে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। খবর দেওয়া হয় দমকল ও পুলিসকেও। বাড়ি থেকে মোট ১০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। পুলিস সূত্রে খবর মৃতেরা হলেন, গঙ্গা ভগত (১৭), দানিশ ভগত (১৫), অবতার কৃষাণ, প্রাক্তন ডিএসপি কৃষ্ণ রায়না (৮১), বরখা রায়না (২৫), তাকাশ রায়না (৩) এবং আদ্বিক রায়না (৪)। অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় বাকি ৪ জন নীতু দাভি, স্বর্ণা, কেওয়াল এবং অরুণ কুমার চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক, জানিয়েছে হাসপাতাল। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, শ্বাসরুদ্ধ হয়েই ৬ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে ঠিক কী ভাবে ওই বাড়িতে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত।
 
23h 23m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা