খেলা

বৃষ্টির জেরে ব্রিসবেনে টেস্ট ড্র, সিরিজ ১-১

ব্রিসবেন, ১৮ ডিসেম্বর: ব্রিসবেনে ‘ভিলেন’ বৃষ্টির জেরে ড্র হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। পার্থে প্রথম টেস্টে জয়লাভ করেছিল ভারত। অ্যাডিলেডে জিতে সমতা ফেরায় অজিরা। ব্রিসবেনে তাই কোমর বেঁধে নেমেছিল ভারত। যদিও খেলার প্রথম দিন থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে দুই দলের কাছেই এই সিরিজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৮৯ তুলে ডিক্লেয়ার ঘোষণা করে অস্ট্রেলিয়া। ২৭৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে ভারত। কিন্তু ২ ওভার যেতে না যেতেই পর্যাপ্ত আলো না থাকার তাড়াতাড়ি চায়ের বিরতি নেওয়া হয়। বিরতি চলাকালীনই শুরু হয় বৃষ্টি। আর শুরু করা সম্ভব হয়নি খেলা। এরপরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ভারত করে ৮ রান। এই ড্রয়ের মধ্য দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ভারত।
উল্লেখ্য, ব্রিসবেনে তৃতীয় টেস্টে আকাশদীপের ব্যাটিং-এর উপর ভর করেই  ফলো অন বাঁচায় ভারত। ৪৪ বলে ৩১ রান করে ভারতের পেসার। তাছাড়া প্রথম ইমিংসে একটি এবং দ্বিতীয় ইনিংসে দুটি উইকেটও পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪টি টেস্টে আকাশদীপের ঝুলিতে রয়েছে ১০টি উইকেট। অন্যদিকে, আকাশদীপের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটিং করেছেন বুমরাও। আকাশদীপ এবং বুমরার জুটিই তৃতীয় টেস্টে ভারতকে বেশ খানিকটা অক্সিজেন জুটিয়েছে।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা