খেলা

বুমরাহর ৯ উইকেট, গাব্বা টেস্ট ড্র, বৃষ্টি জল ঢালল উত্তেজনায়
 

ব্রিসবেন: বৃষ্টিই শেষ হাসি হাসল গাব্বায়। তবে তা ভারত না অস্ট্রেলিয়া, কোন দলের রক্ষাকর্তা হয়ে উঠল তা ধারণা করা কঠিন। চতুর্থ ইনিংসে ৫৪ ওভারে ভারতকে ২৭৫ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল অজিরা। ২.১ ওভার খেলা হওয়ার পরই অবশ্য আলোর অভাবে বন্ধ হয় খেলা। তারপর নামে বৃষ্টি। যাবতীয় রোমাঞ্চ আর নাটকীয়তায় পড়ে জল। খেলা আর শুরু হয়নি। ভারত কি পারত রান তাড়া করতে? নাকি অস্ট্রেলিয়া অনায়াসেই জিতত? ড্র হওয়া ম্যাচ ঘিরে তর্ক জোরদার। তিন বছর আগে গাব্বাতেই চতুর্থ ইনিংসে ৩২৮ রান তাড়া করে জিতেছিল অজিঙ্কা রাহানের দল। আর বুধবার অস্ট্রেলিয়া পেত না জশ হ্যাজলউডকে। ফলে প্যাট কামিন্স আর মিচেল স্টার্ককেই নিতে হতো বাড়তি দায়িত্ব। নিঃসন্দেহে খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে চাপ বাড়ত তাঁদের উপর। এবং অবধারিতভাবেই কমত বলের তেজ। 
তবে এই টেস্ট ড্র করাই টিম ইন্ডিয়ার কাছে মস্ত বড় মানসিক টোটকা হয়ে উঠছে। ফলো-অন বাঁচানোর মুহূর্তের উচ্ছ্বাসেই তা প্রতিফলিত। পাশাপাশি, এদিন দ্বিতীয় ইনিংসে ৩৩ রনের মধ্যে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট ফেলে দেওয়াও কৃতিত্বের। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের প্রশংসা না করে উপায় নেই। এই টেস্টে ৯ উইকেট হয়ে গেল বুমবুমের। সিরাজ-আকাশও ছন্দে ফিরলেন। অজিদের এভাবে টালমাটাল করে দেওয়া নিশ্চিতভাবেই বক্সিং ডে টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়াবে। শেষ পর্যন্ত  সাত উইকেটে ৮৯ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। তার আগে সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৬০ রানে। ১৮৫ রানের লিড মেলে হোমটিমের। কিন্তু এই ড্রয়ের পর কামিন্স বাহিনীকেই দেখাচ্ছে ম্রিয়মাণ। অন্যদিকে, তরতাজা লাগছে রোহিতদের। সেই আগ্রাসী মনোবল ফুটিয়ে তোলাই এখন চ্যালেঞ্জ।
স্কোরবোর্ড— অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৪৫। ভারত প্রথম ইনিংস (২৫২-৯ এর পর): বুমরাহ অপরাজিত ১০, আকাশ স্টাঃ কেরি বো ট্রাভিস ৩১, অতিরিক্ত ১৪, মোট (৭৮.৫ ওভারে) ২৬০। উইকেট পতন: ১০-২৬০। বোলিং: স্টার্ক ২৪-৩-৮৩-৩, হ্যাজলউড ৬-২-২২-১, কামিন্স ২২-২-৮১-৪, লিয়ঁ ২৩-১-৫৫-১, ট্রাভিস ১.৫-০-৩-১, মার্শ ২-০-৬-০। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ম্যাকসুইনি ক পন্থ বো আকাশ ৪, খাওয়াজা বো বুমরাহ ৮, লাবুশানে ক পন্থ বো বুমরাহ ১, মার্শ ক পন্থ বো আকাশ ২, ট্রাভিস ক পন্থ বো সিরাজ ১৭, স্মিথ ক পন্থ বো সিরাজ ৪, কেরি অপরাজিত ২০, কামিন্স ক রাহুল বো বুমরাহ ২২, স্টার্ক অপরাজিত ২, অতিরিক্ত ৯, মোট (১৮ ওভারে) ৮৯-৭ (ডিঃ)। উইকেট পতন: ১-১১, ২-১৬, ৩-১৬, ৪-২৮, ৫-৩৩, ৬-৬০, ৭-৮৫। বোলিং: বুমরাহ ৬-১-১৮-৩, সিরাজ ৭-০-৩৬-২, আকাশ ৫-১-২৮-২। ভারত দ্বিতীয় ইনিংস (টার্গেট ২৭৫): যশস্বী অপরাজিত ৪, রাহুল অপরাজিত ৪, অতিরিক্ত ০, মোট (২.১ ওভারে) ৮-০। বোলিং: স্টার্ক ১.১-০-৪-০, কামিন্স ১-০-৪-০।
- টেস্ট ড্র। সিরিজ ১-১।
- টেস্টের সেরা: ট্রাভিস হেড।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা