খেলা

হ্যাজলউডের চোটে ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ব্রিসবেন: বৃষ্টি ও টেলএন্ডারদের সৌজন্যে ভারতকে বাগে পেয়েও ফলো-অনের কবলে ফেলতে পারল না অস্ট্রেলিয়া। এই হতাশার মাঝেই বড় ধাক্কা অজি শিবিরে। পায়ের পেশিতে ফের চোট পেলেন জস হ্যাজলউড। তৃতীয় টেস্টে আর মাঠে নামতে পারবেন না অজি পেসার। ফলে বুধবার একজন বোলারের অভাব টের পাবে হোমটিম। শুধু ব্রিসবেন টেস্টেই নয়, সিরিজের বাকি দু’টি ম্যাচেও হ্যাজলউডের খেলার সম্ভাবনা ক্ষীণ। উল্লেখ্য, একই চোটের কারণে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে মাঠে ছিলেন না তিনি। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন স্কট বোলান্ড।
ব্রিসবেনে চতুর্থ দিনের খেলা শুরুর আগে ওয়ার্ম আপের সময় পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন তিনি। পারথে প্রথম টেস্টের সময়ও ঠিক একই চোট পেয়েছিলেন তিনি। এর জন্য খেলতে পারেননি দিন-রাতের গোলাপি বলের ম্যাচ। চোট সারিয়ে ব্রিসবেনে ফিরে বেশ ছন্দেই ধরা দিয়েছিলেন অজি পেসার। শিকার করেছিলেন বিরাট কোহলির উইকেট। কিন্তু বিধি বাম। মঙ্গলবার সাতসকালে চোট পাওয়ার পরও মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু এক ওভারের বেশি বল করতে পারেননি। জলপানের বিরতির সময় অধিনায়ক প্যাট কামিন্স ও স্টিভ স্মিথের সঙ্গে আলোচনা করে মাঠ ছাড়েন হ্যাজলউড। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় এমআরআই করানোর জন্য। দিনের শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানান হয়, এই ম্যাচে আর মাঠে নামতে পারবেন না তিনি। অনিশ্চিত শেষ দু’টি টেস্টেও। আসলে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। ফলে ফের বোলান্ডের সামনে প্রথম একাদশে সুযোগ পাওয়ার হাতছানি। 
অন্যদিকে, মঙ্গলবার যখন বাইশ গজে ফলো-অন বাঁচানোর লড়াইয়ে ব্যস্ত রাহুল ও জাদেজা তখন নেটে ব্যাট করলেন বিরাট। পারথ টেস্টে সেঞ্চুরি করে ফর্মে ফেরার আশা জাগিয়েছিলেন ভিকে। কিন্তু অ্যাডিলেড ও গাব্বায় ফের ব্যর্থ তিনি। তাই রানে ফিরতে মরিয়া ভারতীয় তারকা। সময় নষ্ট না করে চতুর্থ দিন দলের ইনিংসের ফাঁকেই ব্যাটিং প্র্যাকটিস করলেন বিরাট।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা