খেলা

আকাশ দীপের প্রশংসায় সৌরভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গাব্বায় মঙ্গলবার ভারতের ঘাড়ে ফলো-অনের খাঁড়া ঝুলছিল। অন্তিম উইকেটে যশপ্রীত বুমরাহর সঙ্গে জুটিতে দলকে ভেন্টিলেশন থেকে বের করেন আকাশ দীপ। দু’টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ৩১ বলে ২৭ রানে ক্রিজে রয়েছেন বাংলার পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই আকাশের এমন টেম্পারামেন্ট দেখে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দিতে ইডেন গার্ডেন্সে হাজির ছিলেন প্রাক্তন অধিনায়ক। সেখানে আকাশ দীপের প্রসঙ্গ উঠতেই সৌরভের মুখে চওড়া হাসি খেলে গেল। তাঁর বক্তব্য, ‘মনে হচ্ছে, আকাশ দীপ টেস্টটা বাঁচিয়ে দিল। দারুণ টেম্পারামেন্ট। প্রথম ইনিংসে বলও খারাপ করেনি। যত সময় যাবে ও আরও পরিণত হয়ে উঠবে। ওর ভবিষ্যত্ উজ্জ্বল।’
পারথে বড় জয়ে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। অবশ্য গোলাপি টেস্টে তাল কাটে। গাব্বায় তৃতীয় টেস্টেও ব্যাটিং দুর্বলতা প্রকট। তবুও টিম ইন্ডিয়াকে নিয়ে আশাবাদী সৌরভ। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্টের কথায়, ‘গাব্বায় ড্র হলে তিন ম্যাচের পর ফল ১-১ থাকবে। মেলবোর্ন ও সিডনিতে পরের দুই টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের সুযোগ থাকবে ভারতের সামনে। তার জন্য অবশ্যই ভালো ব্যাটিং দরকার।’ তবে বিরাট কোহলির ফর্ম নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেওয়ার পুরনো রোগ কিছুতেই সারছে না। এই প্রসঙ্গে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অফ স্টাম্পের বাইরের বল ছাড়তে হবে ওকে। তবে প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছিল বিরাট। পরের দুটো টেস্টে ওর রান পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
বিরাটের থেকে রোহিত শর্মার অবস্থা আরও খারাপ। ওপেনিং ছেড়ে ছয় নম্বরে ব্যাট করে রীতিমতো ফ্লপ অধিনায়ক। তাঁর ব্যাটিং পজিশন পরিবর্তন প্রসঙ্গে সৌরভের বক্তব্য, ‘এটা অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত। কেএল রাহুল ভালো ফর্মে রয়েছে। তাই হয়তো রোহিত নীচের দিকে ব্যাট করছে। তাছাড়া ছয় নম্বর পজিশনে অনেক সময় দ্বিতীয় নতুন বল খেলতে হয়। সেটাও একটা কারণ হতে পারে।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা